২০১৯ সালে ফেইসবুক শেয়ার হতে পারে ১৬০ ডলার

২০১৯ সালে ফেইসবুকের শেয়ার মূল্য পৌঁছাতে পারে ১৬০ মার্কিন ডলারে, বুধবার এমন কথাই জানিয়েছে সিট্রন রিসার্চ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2018, 10:23 AM
Updated : 11 Jan 2019, 11:34 AM

চলতি বছর কেমব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারি এবং গোপনীয়তার বিষয় সামনে আসার পর এখনও প্রতিষ্ঠানের আয় এবং গ্রাহক সংখ্যায় এর প্রভাব রয়েছে। এরই মধ্যে সামনের বছর শেয়ার মূল্য  বাড়ার কথা জানিয়েছে সিট্রন রিসার্চ।

সিট্রনের প্রতিবেদন প্রকাশের পরই বুধবার সামাজিক মাধ্যমটির শেয়ার মূল্য ৪.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৯.৫৭ মার্কিন ডলারে। চলতি বছর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য কমেছে মোট ২৮ শতাংশ-- খবর রয়টার্সের।

সিট্রন রিসার্চের প্রতিবেদনে বলা হয়, “আমাদের বিশ্বাস ইনস্টাগ্রাম শপিং এবং বাণিজ্যিক প্রক্রিয়ায় গ্রাহকের মনোভাব পরিবর্তনের কারণে বিনিয়োগকারীরা লাভবান হবেন।”

ফেইসবুক আজ অনেক দূর এগিয়েছে বলেও জানিয়েছে সিট্রন। এক সময়ের দ্বিধান্বিত হিসেবে যাত্রা শুরু করে এখন “একটি মূল প্রতিদ্বন্দ্বী” প্রতিষ্ঠান হয়েছে ফেইসবুক।

“গোপনীয়তা এবং প্রজ্ঞাপনের স্বল্পমেয়াদী বিশৃঙ্খলা নিয়ে বিনিয়োগকারীরা অতিরিক্ত উদ্বেগ প্রকাশ করে ফেলেছেন, তারা সবচেয়ে শক্তিশালী বিজ্ঞাপনী টুলটির আয়ের ক্ষমতা ও সম্ভাবনা ভুলে গেছেন। মেসেজিং, নেটওয়ার্কিং এবং ভবিষ্যত শপিংয়ে বিশ্ব জুড়ে এর গ্রাহক সংখ্যার কথা ভুলে গেছেন।”