আবারও চীনে কমলো টেসলা’র দাম

চীনে আবারও মডেল ৩ গাড়ির দাম কমিয়েছে টেসলা। প্রতিষ্ঠানটির চীনা ওয়েবসাইটে দেখা গেছে কিছু সংখ্যক মডেল ৩-এর  দাম কমেছে ৭.৬ শতাংশ পর্যন্ত।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2018, 10:07 AM
Updated : 26 Dec 2018, 10:07 AM

দেশটিতে মডেল ৩-এর  বাজার মূল্য শুরু হচ্ছে ৭২ হাজার মার্কিন ডলার থেকে।

শেষ দুই মাসে চীনে তিনবার গাড়ির দাম কমালো টেসলা। চলতি বছরের নভেম্বরে মডেল এক্স ও মডেল এস-এর দাম ১২ থেকে ২৬ শতাংশ কমিয়েছে প্রতিষ্ঠানটি-- খবর রয়টার্সের।

দাম কমানোর বিষয়ে টেসলা জানায়, “চীনা গ্রাহকদের কাছে গাড়ি আরও সস্তা করতে আমরা শুল্কের একটি নির্দিষ্ট অংশ নিজেরা বহন করছি।”

ডিসেম্বরের শুরুতে চীনের অর্থ মন্ত্রী ঘোষণা দেন জানুয়ারি থেকে তিন মাসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বানানো গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর বাড়তি শুল্ক বাতিল করা হবে।

এই ঘোষণার পরই দেশটিতে মডেল এস ও মডেল এক্স-এর দাম কমায় টেসলা।

চীনের শাংহাইতে কারখানা খুলতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। কারখানায় উৎপাদন শুরু হলে দেশটিতে গাড়ির দাম আরও কমাবে টেসলা।