ক্রিপ্টোকারেন্সি আনছে ফেইসবুক

হোয়াটসঅ্যাপ-এ অর্থিক লেনদেন সহজ করতে ক্রিপ্টোকারেন্সি বানাচ্ছে ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2018, 06:05 PM
Updated : 21 Dec 2018, 06:05 PM

ভারতীয় বাজারকে লক্ষ্য করেই এই ক্রিপ্টোকারেন্সি চালু করছে ফেইসবুক। বিদেশ থেকে ভারতীয় কর্মীরা যাতে সহজে অর্থ পাঠাতে পারেন সে কারণেই হোয়াটসঅ্যাপে আনা হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

চলতি বছরের মে মাস থেকেই নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনতে কাজ করছে ফেইসবুক। সে সময় নতুন একটি ব্লকচেইন বিভাগের নেতৃত্ব দিতে ফেইসবুক মেসেঞ্জার প্রধান ডেভিড মার্কাসকে দায়িত্ব দেওয়া হয়।

“একদম শুরু থেকে কীভাবে ফেইসবুকজুড়ে ব্লকচেইন প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” আনা যায় সে লক্ষ্যেই তাকে নিয়োগ দেয় ফেইসবুক।

ফেইসবুকের এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রথম নির্ভরযোগ্য তথ্য দিয়েছে ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়, ফেইসবুকের এই ক্রিপ্টোকারেন্সির নাম হতে পারে ‘স্টেবলকয়েন’। এটির মূল্য ঠিক হবে মার্কিন মুদ্রার ওপর ভিত্তি করে।

তবে খুব শীঘ্রই এই ক্রিপ্টোকারেন্সির প্রচলন শুরু হবে না বলেও উল্লেখ করা হয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে।