জার্মানিতেও কোয়ালকমের সঙ্গে হারল অ্যাপল

কোয়ালকমের সঙ্গে চলমান পেটেন্ট মামলায় অ্যাপলের বিরুদ্ধে রায় দিয়েছে জার্মানির ডিসট্রিক্ট কোর্ট অফ মিউনিখ। রায়ের পর জার্মান স্টোরগুলোতে আইফোন ৭ ও আইফোন ৮ সরিয়ে নিচ্ছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2018, 08:13 AM
Updated : 21 Dec 2018, 08:13 AM

আদালতের রায়ে বলা হয় স্মার্টফোনের ‘পাওয়ার সেভিংস’ নিয়ে কোয়ালকমের মেধাসত্ত্ব সম্পত্তি অমান্য করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের জন্য ইতোমধ্যেই কাজ শুরু করেছে অ্যাপল। কিন্তু এই প্রক্রিয়ার অংশ হিসেবে জার্মানির ১৫টি অ্যাপল স্টোরে আইফোন ৭ ও আইফোন ৮ বিক্রি বন্ধ করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। আইফোন Xএস ও আইফোন Xআর-এর মতো নতুন ডিভাইসগুলো এই রায়ের আওতায় পড়ছে না।

তবে, তৃতীয় পক্ষের মাধ্যমে দেশটিতে আইফোন ৭ ও আইফোন ৮ বিক্রি চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

পুরানো আইফোন বিক্রি বন্ধে সম্প্রতি কোয়ালকমের পক্ষে একই ধরনের রায় এসেছে চীনে। ইতোমধ্যেই আদালতের ওই নিষেধাজ্ঞা এড়াতে চীনে আইওএস আপডেট এনেছে অ্যাপল।

জার্মানিতেও সমস্যার মুখে পড়ার আগেই দেশটিতে একই ধরনের সফটওয়্যার আপডেট আনার চেষ্টা করেছে অ্যাপল। কিন্তু এবারের রায়ের ক্ষেত্রে যে ‘পাওয়ার সেভিংস’ ফিচারের কথা বলা হয়েছে তা সফটওয়্যার আপডেট দিয়ে সারানো কঠিন।

মূলত এটি হার্ডওয়্যার সমস্যা। তাই আপাতত দেশটিতে আইফোন ৭ ও আইফোন ৮ বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।