৫জি স্মার্টফোন আনলো শিয়াওমি

ফ্ল্যাগশিপ মি মিক্স ৩-এর নতুন ৫জি সংস্করণ উন্মোচন করেছে শিয়াওমি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 05:30 PM
Updated : 8 Dec 2018, 05:30 PM

চলতি সপ্তাহে চীনের এক সম্মেলনে নতুন এই ডিভাইসটি উন্মোচন করা হয়। ৫জি নেটওয়ার্কে আরও দ্রুত কীভাবে লাইভ ভিডিও স্ট্রিম এবং ওয়েব ব্রাউজ করা যায় তা দেখানো হয় এই অনুষ্ঠানে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

মি মিক্স ৩-এর ৫জি সংস্করণে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর এবং এক্স৫০ ৫জি মডেম, যার সর্বোচ্চ ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে দুই গিগাবিট।

অন্যদিকে শিয়াওমি মি মিক্স ৩-এর সাধারণ সংস্করণে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ২০১৮ সালের প্রায় সব ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনেই দেখা গেছে এই প্রসেসর।

২০১৬ সাল থেকেই ৫জি প্রযুক্তি নিয়ে কাজ করছে শিয়াওমি। চীনের সবচেয়ে বড় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর একটি চায়না মোবাইল-এর সঙ্গেও অংশীদারিত্ব রয়েছে প্রতিষ্ঠানটির।

সামনের বছরের শুরুতে প্রথমে ইউরোপের বাজারে আনা হতে পারে মি মিক্স ৩-এর ৫জি সংস্করণ।

চায়না মোবাইল-এর ৫জি নেটওয়ার্ক সমর্থনকারী অন্যান্য স্মার্টফোন ২০১৯ সালের শেষ দিকে বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।