ঘুম ট্র্যাকিং ডিভাইস আনলো অ্যাপল

প্রথমবারের মতো ঘুম ট্র্যাকিং ডিভাইস উন্মোচন করেছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 12:16 PM
Updated : 8 Dec 2018, 12:16 PM

নতুন এই ডিভাইসটির নাম বলা হয়েছে ‘বেডিট’। রাতে বিছানার চাদরের নিচে রাখা যাবে বেডিট ৩.৫ স্লিপ মনিটর, যা পাতলা একটি সেন্সর স্ট্রিপ। ব্যবহারকারীর শরীরের নড়াচড়া পর্যবেক্ষণ করবে ডিভাইসটি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

অ্যাপল ওয়েবসাইটে ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে ডিভাইসটির। নতুন এই বেডিটের দাম রাখা হচ্ছে ১৫০ মার্কিন ডলার।

দুই মিলিমিটার পাতলা এই ঘুম ট্র্যাকিং ডিভাইসটি ঘুমের সময়, হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস, নাক ডাকা পর্যবেক্ষণ এবং ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা মাপতে পারবে।

অন্যান্য ফিটনেস ট্র্যাকারের চেয়ে এটির সুবিধা হলো গ্রাহককে এটি শরীরে পড়তে হবেনা বা এটি ব্যবহারের কথা মনেও রাখতে হবে না। গ্রাহক চাইলে তার অ্যাপল ওয়াচে এটি সংযুক্ত করতে পারবেন। ফলে অ্যাপল ওয়াচে নোটিফিকেশন দেখতে পারবেন গ্রাহক।

আইওএস ১২ বা এর পরের সংস্করণের ‘হেলথ’ অ্যাপ থেকেও ঘুম এবং হৃদস্পন্দনের ডেটা বিশ্লেষণ করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।