বন্ধ হচ্ছে গুগলের ‘অ্যালো’

চ্যাটিং অ্যাপ অ্যালো বন্ধ করছে নির্মাতা প্রতিষ্ঠান গুগল। আগের প্রতিবেদনের খবর নিশ্চিত করে বুধবার প্রতিষ্ঠানটি জানায় ২০১৯ সালের মাঝামাঝি বন্ধ হচ্ছে এই অ্যাপটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 02:22 PM
Updated : 7 Dec 2018, 01:09 PM

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম হওয়া সত্ত্বেও কখনোই অ্যাপলের আইমেসেজ বা ফেইসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মতো প্রতিদ্বন্দ্বী সেবাগুলোর মতো চ্যাটিং অভিজ্ঞতা দিতে পারেনি গুগল।

দুই বছর আগে জাঁকজমকভাবেই অ্যালো অ্যাপটি উন্মোচন করে গুগল। এবার ২০১৯ সালের মার্চ মাসে সেই সেবা বন্ধ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি-- খবর সিএনবিসি’র।

কোনো গ্রাহক চাইলে অ্যালোতে থাকা কোনো কথপোকথন চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন।

অ্যালো বন্ধ করার মাধ্যমে পুরোপুরিভাবে অ্যান্ড্রয়েড মেসেজেস অ্যাপ উন্নয়নে কাজ করবে গুগল।

চলতি বছরের শুরুতেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঘোষণা করা হয়, নতুন ‘রিচ কমিউনিকেশন সার্ভিসেস’ (আরসিএস) স্ট্যান্ডার্ড চালু করতে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা চলছে। ক্লাসিক এসএমএস টেক্সটিংয়ের উন্নত সংস্করণ হবে এটি। নতুন অনেক ফিচার থাকবে এতে। নিরবিচ্ছিন্নভাবে গ্রুপ চ্যাটিংও করতে পারবেন গ্রাহক।

গুগলের পক্ষ থেকে আরও বলা হয়, প্রতিষ্ঠানের আরেক চ্যাটিং অ্যাপ হ্যাংআউটস-এও সমর্থন দেওয়া হবে। এন্টারপ্রাইজ অ্যাপ হিসেবে উন্মুক্ত করার আগে বিনামূল্যের গ্রাহকদের জন্য চালু থাকবে হ্যাংআউটস ও মিট।