৫জি নেটওয়ার্কে ভিডিও কল পরীক্ষা চালালো অপো

স্মার্টফোনে সফলভাবে ৫জি নেটওয়ার্ক ব্যবহার করে ‘মাল্টি-পার্টি’ ভিডিও কল পরীক্ষা চালিয়েছে অপো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 06:59 AM
Updated : 4 Dec 2018, 06:59 AM

সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ উইচ্যাটে এই পরীক্ষা চালায় স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি।

সোমবার অপো’র পক্ষ থেকে বলা হয়, বিশ্বজুড়ে প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগের ছয়জন প্রকৌশলী এই ভিডিও কলে অংশ নিয়েছেন।

অপো আর১৫ প্রো-ভিত্তিক একটি ৫জি স্মার্টফোন ব্যবহার করে পরীক্ষা চালানো হয়। ১০০ মেগাহার্টজ ব্যান্ডউইথের ৫জি নেটওয়ার্কে ১৭ মিনিট ধরে ভিডিও কল করেন ওই প্রকৌশলীরা।

বিশ্বজুড়ে অপোর ছয়টি আরঅ্যান্ডডি থেকে ভিডিও কলে যুক্ত হন ছয় প্রকৌশলী। ভিডিও কলের সময় ‘নিরবিচ্ছিন্ন সংযোগ এবং কম বাধা’ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অপোর পক্ষ থেকে বলা হয়, ৫জি পরীক্ষার জন্য তারা কিসাইট-এর ইউএক্সএম সিগনালিং টেস্ট সেট এবং ৫জি নিউ রেডিও নেটওয়ার্ক ইমুলেশন ব্যবহার করা হয়েছে।

চলতি বছরের অগাস্টে প্রথমবারের মতো স্মার্টফোনে ৫জি সিগনালিং ও ডেটা সংযোগ আনে অপো। আর অক্টোবরে প্রথম প্রতিষ্ঠান হিসেবে স্মার্টফোনে ৫জি ইন্টারনেট পরীক্ষা করে তারা।