নতুন এয়ারপডস আসছে?

২০১৯ সালের প্রথম প্রান্তিকে এয়ারপডস-এর আপগ্রেডেড সংস্করণ আনতে পারে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 09:43 AM
Updated : 3 Dec 2018, 09:43 AM

এয়ারপডস নিয়ে নতুন তথ্য দিয়েছেন খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো। তার ধারণা ২০১৯ সালে এয়ারপডস-এর নতুন সংস্করণ আনা হবে, আর ২০২০ সালে নতুন নকশায় আনা হবে ডিভাইসটি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

সামনের বছরগুলোতে এয়ারপডস-এর চাহিদা নাটকীয়ভাবে বাড়বে বলেও জানিয়েছেন কুয়ো।

এর আগে গুজব শোনা গিয়েছিল চলতি বছরই নতুন এয়ারপডস উন্মোচন করবে অ্যাপল। কিন্তু পরবর্তীতে উন্মোচন মঞ্চে তেমনটা দেখা যায়নি।

কুয়োর ধারণা ঠিক হলে নতুন এয়ারপডস-এ যোগ হতে পারে ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা। তবে এই আপগ্রেড ডিভাইসের কেইসে আসবে নাকি ইয়রাপিস-এ তা এখনো স্পষ্ট নয়।

বলা হচ্ছে, নতুন মডেলের ব্লুটুথ সংযোগও আপগ্রেড করা হবে এবং কেইসের কব্জা পরিবর্তনের পাশাপাশি ভেতরে আরও কিছু দামী যন্ত্রাংশ বসানো হতে পারে।

এমন গুজবও শোনা যাচ্ছে যে ২০১৯ সালে নতুন হাই-এন্ড এয়ারপডস আনবে অ্যাপল। পানিনিরোধী ফিচারের পাশাপাশি ‘নয়েজ ক্যান্সেলিং’ ব্যবস্থা রাখা হতে পারে এতে।

এয়ারপডসকে অ্যাপলের এযাবতকালের সবচেয়ে জনপ্রিয় অ্যাকসেসোরি বলেছেন কুয়ো। তার ধারণা ২০১৭ সালে ডিভাইসটির বিক্রি ১.৬ কোটি থেকে বেড়ে ২০২১ সালের মধ্যে ১০ কোটির বেশির হবে।