টুইটার প্রধানের বিরুদ্ধে এফআইআর
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2018 09:47 PM BdST Updated: 02 Dec 2018 09:47 PM BdST
-
ছবি- জ্যাক ডরসি রয়টার্স
টুইটার প্রধান নির্বাহী জ্যাক ডরসির বিরুদ্ধে এফআইআর জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছে রাজস্থানের এক আদালত। ‘ব্রাহ্মণবিরোধী’ পোস্টার নিয়ে ব্রাহ্মণদের অনুভূতিতে আঘাত দেওয়ার দায়ে এই নির্দেশ দিয়েছে মেট্রোপলিটন আদালত।
“ব্রাহ্মণ পিতৃতন্ত্র ধ্বংস কর”- এমন স্লোগান দেওয়া পোস্টার ধরে আছেন ডরসি, ভারতে সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবি নিয়ে সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। এই ঘটনায় ইতোমধ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।
হিন্দু ধর্মালম্বীদের বর্ণপ্রথায় সবচেয়ে উচ্চবর্ণ বা শ্রেণি ধরা হয় ব্রাহ্মণদের।
এই শ্রেণির মানুষদের আঘাত করায় একটি পিটিশন জমা দেন ভিপরা ফাউন্ডেশন-এর যুব বিভাগের ভাইস প্রেসিডেন্ট রাজকুমার শার্মা। তারই প্রেক্ষিতে ডরসি’র বিরুদ্ধে এফআইআর দাখিলের নির্দেশ দিয়েছে আদালত-- খবর আইএএনএস-এর।
শার্মা বলেন, “ডরসি তার টুইটার অ্যাকাউন্টে পোস্টার হাতে একটি ছবি পোস্ট করেছেন, পোস্টারে লেখা, ব্রাহ্মণ পিতৃতন্ত্র ধ্বংস কর।”
তার কাউন্সেল এইচ.এম. সারাসওয়াত বলেন, “আদালত পিটিশনটির অনুমোদন দিয়েছে এবং ডরসির বিরুদ্ধে একটি এফআইআর দাখিল করতে এবং তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে।”
ব্রাহ্মণবিরোধী বার্তা লেখা ওই পোস্টার হাতে নিয়ে ছয়জন নারী সাংবাদিকের সঙ্গে তোলা ছবি টুইটারে পোস্ট করেন ডরসি।
পিটিশনে শার্মা বলেন, পোস্টারে তার মন্তব্য শুধু ব্রাহ্মণবিরোধী নয়, অমার্জিত ভাষাও প্রকাশ করে, যা ব্রাহ্মণ সমাজের জন্য মানহানিকর এবং এতে তাদের অনুভূতিকে আঘাত করা হয়েছে।
-
ক্রাউডট্যাঙ্গল ‘বন্ধ করার পরিকল্পনায়’ মেটা
-
টিকটকের শীর্ষে এখন খাবি লামি
-
ইতালীয় কোম্পানি যোগাচ্ছে ‘ফোন হ্যাকিংয়ের হাতিয়ার’: গুগল
-
ক্রিপ্টোর খেলায় গোল করতে পারবেন রোনালদো?
-
টেসলার নতুন ফ্যাক্টরি ‘টাকা পোড়ানোর কারখানা’
-
এক চাপে দুই কাজ করবে স্টিলসিরিজের কিবোর্ড
-
‘নোটস’-এর খবর নিশ্চিত করেছে টুইটার
-
যে কারও কণ্ঠ নকলের সক্ষমতা আসছে অ্যালেক্সায়
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- পদ্মা সেতু: এক নজরে
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল