সস্তা সার্ভার প্রসেসর আনলো অ্যামাজন
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2018 05:30 PM BdST Updated: 28 Nov 2018 05:30 PM BdST
-
ছবি- রয়টার্স
সার্ভারের জন্য অপেক্ষাকৃত কম মূল্যের প্রসেসর উন্মোচন করেছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস।
কম শক্তি খরচ করবে এমন নকশার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে নতুন এই প্রসেসর-- খবর আইএএনএস-এর।
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগ হলো অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডাব্লিউএস)। নিজেদের ক্লাউড সেবার পাশাপাশি নতুন সার্ভার প্রসেসর দিয়ে এবার চিপ ব্যবসায়ও নামতে যাচ্ছে এডাব্লিউএস।
বর্তমানে ক্লাউড গ্রাহকরা সাধারণত ইনটেল বা এএমডি সার্ভার চিপের ওপর নির্ভর করে থাকেন।
গ্রাহকদের সহায়তা করতে সোমবার প্রতিষ্ঠানের বার্ষিক ফ্ল্যাগশিপ রিইনভেন্ট সম্মেলনে “এডাব্লিউএস গ্র্যাভিশন প্রসেসর” উন্মোচন করেন এডাব্লিউএস গ্রুপ-এর ইনফ্রাস্ট্রাকচার বিভাগের ভাইস প্রেসিডেন্ট পিটার ডিস্যানটিস।
চিপটি উন্মোচনকালে ডিস্যানটিস বলেন, সাশ্রয়ীভাবে কাজ করতেই নকশা করা হয়েছে চিপটি।
“নতুন কম্পিউটিং ব্যবস্থার মাধ্যমে ওয়েব সার্ভারের মতো কাজগুলোর খরচ প্রায় ৪৫ শতাংশ কমবে,” যোগ করেন তিনি।
ডিস্যানটিস আরও বলেন, নতুন এডাব্লিউএস সার্ভার চিপটি বানানো হয়েছে অন্যপূর্ণা ল্যাবস-এ। ২০১৫ সালের জানুয়ারি মাসে ইসরায়েলভিত্তিক এই মাইক্রোইলেকট্রনিকস প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে এডাব্লিউএস।
ক্লাউড সেবায় এডাব্লিউএসই প্রথম বড় প্রতিষ্ঠান যারা আর্ম-ভিত্তিক কম্পিউটিং সেবা দিচ্ছে।
চলতি বছরের শুরুতে এডাব্লিউএস যে কম্পিউটিং সেবা শুরু করেছে তাতে এএমডি চিপ ব্যবহার করা হয়েছে।
বর্তমান বাজারে ক্লাউড এবং প্রাতিষ্ঠানিক সার্ভার চিপ সরবরাহের দিক থেকেই শীর্ষে রয়েছে ইনটেল।
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
-
গোলকধাঁধা থেকেও পালাতে পারে ‘পাস্তা রোবট’
-
ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেইন সরকার
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া