পর্দায় ‘নচ’ বাদ দিতে হুয়াওয়ের নতুন সমাধান

শীঘ্রই নতুন স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে হুয়াওয়ে। পর্দায় নচ বাদ দিতে নতুন সমাধান দেখা যেতে পারে স্মার্টফোনটিতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 08:35 AM
Updated : 27 Nov 2018, 08:36 AM

নতুন এই ডিভাইসটিতে নচ বাদ দিতে পর্দার ওপরের বাম দিকে কিছুটা অংশ গোলাকারভাবে কেটে সেখানে বসানো হয়েছে ক্যামেরা। আর ক্যামেরার চারপাশেই রয়েছে পর্দার অংশ-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

স্মার্টফোনের পর্দায় ওপরে মাঝ বরাবর কিছুটা অংশ কেটে সেখানে ক্যামেরা এবং অন্যান্য সেন্সর বসানো হলে ওই অংশকেই বলা হচ্ছে নচ। ওই সেন্সর ও ক্যামেরার অংশ বাদে দুই পাশে পর্দার অংশ ব্যবহারযোগ্য থাকে যেখানে সিগনাল, ব্যাটারি চার্জসহ বিভিন্ন তথ্য দেখানো হয়।

২০১৮ সাল জুড়েই ছিল নচ পর্দার স্মার্টফোন। ছোট বড় কয়েক ধরনের নচ দেখা গেছে এ বছরের স্মার্টফোনগুলোতে। কিন্তু পর্দার এই নচ অনেকের কাছে বিরক্তির কারণ। তাই পর্দায় নচ বাদ দিতে বেশ কিছু সমাধানও দিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

চীনা সামাজিক মাধ্যমে হুয়াওয়ের নতুন স্মার্টফোনটির কিছু টিজার ছবি ছড়ানো হয়েছে। পরবর্তীতে এই ছবিগুলো নির্ভরযোগ্য বলে ভার্জকে জানিয়েছে হুয়াওয়ে।

বলা হচ্ছে, হুয়াওয়ের মতো কাজ করছে স্যামসাংও এবং তাদের এই কর্মযজ্ঞের মধ্যে পর্দার বিষয়টিও আছে। স্যামসাংয়ের সম্ভাব্য এই ডিভাইসটির নাম হতে পারে গ্যালাক্সি এ৮এস। ডিভাইসটিকে বলা হচ্ছে ‘পুরো পর্দার মোবাইল ফোন।’

চলতি মাসের শুরুতেই স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, তারা নতুন যে পর্দাটি নিয়ে কাজ করছে তার নাম “ইনফিনিটি-ও”। চলতি বছরের ডিসেম্বরে বা ২০১৯ সালের জানুয়ারিতে নতুন এই স্মার্টফোনটি উন্মোচন করতে পারে স্যামসাং।

অন্যদিকে হুয়াওয়ে বলছে ডিসেম্বরের ৩ তারিখ নতুন স্মার্টফোনটি নিয়ে আরও তথ্য জানানো হবে।