দুই সপ্তাহে ৪০ শতাংশ কমলো বিটকয়েন মূল্য

দুই সপ্তাহের মধ্যে প্রায় ৪০ শতাংশ কমেছে বিটকয়েনের মূল্য। রোববার এক পর্যায়ে বিটকয়নের বাজার মূল্য নেমে দাঁড়ায় ৩৫২০ মার্কিন ডলার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 09:09 AM
Updated : 26 Nov 2018, 09:11 AM

দিন শেষে মূল্য বেড়ে ৩৯০০ মার্কিন ডলারের কাছাকাছি গেলেও দুই সপ্তাহে বিটকয়েনের মূল্য পড়েছে প্রায় ৪০ শতাংশ-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

২০১৩ সালের এপ্রিল মাসের পর এবারই সবচেয়ে বেশি কমলো বিটকয়েন মূল্য। এতে বিটকয়েনে বিনিয়োগের ক্ষেত্রে পুরানো শঙ্কা আবারও জেগে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০১৭ সাল থেকে মূল্য কমতে থাকা বিটকয়েনের জন্য এটি একটি নাটকীয় মোড়। এক বছর আগেই ডিসেম্বর মাসের শুরুতে প্রতি বিটকয়েনের মূল্য ছিল ১৫ হাজার মার্কিন ডলার। এক পর্যায়ে দাম বেড়ে তা প্রায় ২০ হাজারের কাছাকাছি পৌঁছে।

চলতি বছরের জানুয়ারি থেকেই পড়তে শুরু করে এই ক্রিপ্টোকারেন্সির মূল্য। সর্বশেষ কয়েক সপ্তাহে নাটকীয়ভাবে কমেছে বিটকয়েনের মূল্য।

চলতি বছরে একই ধরনের আরও কয়েকটি ক্রিপ্টোকারেন্সি বাজারে আসায় বিটকয়েন মূল্য দ্রুত পড়তে শুরু করে। আগের বছরের ১৫ নভেম্বর পরিকল্পিতভাবে চালু করা হয় বিটকয়েন ক্যাশ।