এক বিটকয়েনের দাম পাঁচ হাজার ডলারের নিচে

২০১৭ সালের অক্টোবরের পর এই প্রথম প্রতি বিটকয়েনের দাম পাঁচ হাজার ডলারের নিচে নেমে এসেছে। এর ফলে পুরো বিটকয়েন বাজারের মূল্য ৮৭০০ কোটি ডলারের নিচে চলে এসেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 08:24 AM
Updated : 21 Nov 2018, 08:24 AM

১৫ নভেম্বর বৃহস্পতিবার ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন-এরই শাখা বিটকয়েন ক্যাশ দুটি আলাদা ক্রিপ্টোকারেন্সিতে ভাগ হয়ে গিয়েছে। বর্তমানে এই দুইটি পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বীতায় আছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। ক্রিপ্টোকারেন্সি বাজারকে টালমাটাল করে দেওয়ার জন্য অন্য আরও সমস্যার সঙ্গে এই দুই ভাগ হয়ে যাওয়াকে দায়ী করছেন কোনো কোনো পর্যবেক্ষক।  

বিটকয়েন বিনিময় সেবাদাতা প্রতিষ্ঠান ক্র্যাকেন-এর ব্লগপোস্টে বলা হয়, বিটকয়েন ক্যাশ-এর দুই নতুন ক্রিপ্টোকারেন্সির মধ্যে বিটকয়েন এসভি-কে “একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ” হিসেবে দেখা গিয়েছে।” 

দাম উত্থান-পতন নিয়ে বিটকয়েনের কুখ্যাতি রয়েছে। ২০১৭ সালের নভেম্বরে এই ভার্চুয়াল মুদ্রার দাম ইতিহাসের সর্বোচ্চ হয়েছিল। সে সময় এক বিটকয়েনের দাম হয় ১৯,৭৮৩ ডলার। সে হিসেবে এক বছরের মধ্যে ভার্চুয়াল মুদ্রাটির দাম পড়ে গেল প্রায় ৭৫ শতাংশ।