মেসেঞ্জারে বিশ্বজুড়ে বিভ্রাট

ফেইসবুক মেসেঞ্জার কাজ করছে না বলে মঙ্গলবার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র আর ইউরোপের অনেক ব্যবহারকারী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 10:09 AM
Updated : 20 Nov 2018, 10:09 AM

বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপের সেবা বিভ্রাট নিয়ে তথ্য প্রকাশক সাইট ডাউনডিটেকটর ডটকম-এর তথ্যমতে, হাজার হাজার মেসেঞ্জার ব্যবহারকারী ওই বিভ্রাটের সময় মেসেজিং, লগ ইন বা সার্ভারে যুক্ত হতে পারছিলেন না। মধ্যরাতের পর শুরু হওয়ার এই বিভ্রাট কয়েক ঘণ্টা ধরে ছিল, এরপর মেসেঞ্জার আবার আগের অবস্থায় ফিরে আসে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। 

এই বিভ্রাটের কোনো কারণ এখনও জানায়নি মেসেজিং অ্যাপটির মালিক প্রতিষ্ঠান ফেইসবুক।

মার্কিন সাময়িকী ফোর্বস-এর প্রতিবেদনে বলা হয়, সাধারণত মেসেঞ্জার নির্ভরযোগ্য, কিন্তু সাম্প্রতিক সময়ে এতে বেশ কিছু সমস্যা দেখা যায়। শুধু সেপ্টেম্বরেই এই অ্যাপটিতে চারবার বিভ্রাট হয়েছে।

সম্প্রতি মেসেঞ্জারে কোনো মেসেজ পাঠানোর পর তা ১০ মিনিটের মধ্যে মুছে ফেলার সুযোগ দিয়ে নতুন এক আপডেট আনে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। এর একদিন পরই এই বিভ্রাট দেখা গেল।