আবু ধাবিতে ফের চালু উবার

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে সেবা পুনরায় চালু করেছে অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান উবার। দুই বছর ধরে সেখানে সেবা বন্ধ থাকার পর সোমবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দিয়েছে, খবর রয়টার্সের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 06:00 PM
Updated : 19 Nov 2018, 06:00 PM

২০১৬ সালের ২৭ অগাস্ট থেকে আবু ধাবিতে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা স্থগিত করে মার্কিন প্রতিষ্ঠান 'উবার' এবং দেশটির আঞ্চলিক প্রতিষ্ঠান 'কারিম'। নিয়ম ভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠান দুইটির বেশ কিছু চালককে কর্তৃপক্ষ থামিয়ে দেওয়ায় দেশটিতে সাময়িকভাবে ট্যাক্সি সেবা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানদুটি। কিছুদিন পরই আবু ধাবিতে সেবা পুনঃরায় চালু করে 'কারিম'। তবে কিছু জটিলতার কারণে এতদিন সেবা চালু করেনি উবার।

২০১৩ সালে প্রথমবারের মতো আবু ধাবিতে ট্যাক্সি সেবা চালু করে উবার।

২০১৭ সালে ইসরায়েল ও ফিলিপিন্সেও উবারের সেবা বন্ধ করে দেওয়া হয়।