অ্যাপ স্টোর থেকে গায়েব টাম্বলার

অ্যাপলের অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে না মাইক্রো ব্লগিং সাইট টাম্বলার-এর আইওএস অ্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2018, 03:09 PM
Updated : 18 Nov 2018, 03:09 PM

টাম্বলার-এর পক্ষ থেকে বলা হয়, তারা আইওএস অ্যাপের একটি ত্রুটি সারাতে কাজ করছে। কিন্তু এটি স্পষ্ট করে বলা হয়নি অ্যাপ স্টোর থেকে অ্যাপটি অ্যাপল নাকি টাম্বলার-এর পক্ষ থেকে সরানো হয়েছে--খবর প্রযুক্তি সাইট ভার্জের।

চলতি সপ্তাহের শুরুতে অনেক গ্রাহক অভিযোগ করেন, সেইফ মোড চালু করে আইওএস অ্যাপটি অনুসন্ধান করে পাওয়া যাচ্ছে না। যেসব গ্রাহক অ্যাপটি পুনরায় ইনস্টল করবেন বলে মুছে দিয়েছেন তারা পরে আর এটি খুঁজে পাননি।

কিছু গ্রাহক নিজেদের কেনা/ডাউনলোড করা অ্যাপগুলোর তালিকায় গিয়ে অ্যাপটি ফের ডাউনলোড করতে পেরেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যাপটি ঠিক কী কারণে গায়েব হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানায়নি কোনো পক্ষ। এ বিষয়ে কোনো মন্তব্য করতেও রাজি হয়নি কোনো প্রতিষ্ঠান।

এর আগেও অ্যাপ স্টোর থেকে অ্যাপ সরিয়েছে অ্যাপল। নীতিমালা ঠিক করার জন্য কিছু দিন আগে টেলিগ্রাম অ্যাপ সরিয়েছিল মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। পরে আবার ফিরিয়ে আনা হয় তা।