উইন্ডোজে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা, বাতিল

মেইল অ্যাপগুলোতে উইন্ডোজ ১০ ব্যবহারকারীদেরকে ব্যক্তিভেদে আলাদা বিজ্ঞাপন দেখানো শুরু করেছিল মাইক্রোসফট। এবার এই পথ থেকে পুরো ঘুরে গেলো টেক জায়ান্টটি। এমন বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2018, 09:46 AM
Updated : 18 Nov 2018, 09:46 AM

মাইক্রোসফটের উইন্ডোজ-এর মেইল গ্রাহকদের বেটা সংস্করণে ইনবক্সে উপরে ডান দিকে বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। মাইক্রোসফটে এফএকিউ (ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স) পেইজে বলা হয়, “গ্রাহকদের ইমেইল অ্যাপ ও আউটলুক ডটকম, জিমেইল ও ইমেইল সেবার সঙ্গে সমন্বয় রেখে বিজ্ঞাপন আমাদেরকে আমাদের কিছু পণ্য উন্নত করতে ও এগুলো সমর্থনের সুযোগ দেয়। আমরা সবসময় কিছু নতুন ফিচার আর অভিজ্ঞতা নিয়ে পরীক্ষা করতে থাকি।”

পরবর্তীতে পেইজটি থেকে এই কথা সরিয়ে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।   

প্রযুক্রি সাইট ভার্জ-এর প্রতিবেদনে মাইক্রোসফটের যোগাযোগ প্রধান ফ্র্যাঙ্ক শ’-এর একটি উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, “এই পরীক্ষা বিস্তৃত পরিসরে করার কোনো পরিকল্পনা কখনও ছিল না।”

ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়া, ভারতে উইন্ডোজ ব্যবহারকারীরা এর সঙ্গে সমন্বিত বিভিন্ন মেইল ও ক্যালেন্ডারে এই পরিবর্তন দেখে থাকতে পারবেন। এই স্থানগুলোতে এই পরীক্ষা চালানো হয়েছিল।