এবছরেও রকেট উৎক্ষেপণ রেকর্ড স্পেসএক্স-এর

চলতি বছরেও সফল রকেট উৎক্ষেপণের রেকর্ড গড়েছে ইলন মাস্কের স্পেসএক্স।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2018, 11:07 AM
Updated : 16 Nov 2018, 11:10 AM

বৃহস্পতিবার ১৮তম বারের মতো উৎক্ষেপণ করা হয় প্রতিষ্ঠানের ফ্যালকন ৯ রকেট। ২০১৭ সালেও রেকর্ড ১৮ বার রকেট উৎক্ষেপণ করেছিল মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবারের উৎক্ষেপণে সফল হয়েই আগের রেকর্ড স্পর্শ করার সুযোগ পেল স্পেসএক্স।

প্রতিষ্ঠানের এবারের মিশন ছিল কাতারভিত্তিক এস’হেইলস্যাট-এর একটি বড় যোগাযোগ স্যাটেলাইট মহাকাশের কক্ষপথে পাঠানো -- খবর সিএনবিসি’র।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টা ৪৬ মিনিটে ফ্লোরিডায় নাসা’র কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে উৎক্ষেপণ করা হয় দুই স্তরের ফ্যালকন ৯ রকেট। প্রায় ৩২ মিনিট পর কক্ষপথে সফলভাবে এস’হেইল-২ যোগাযোগ স্যাটেলাইটটি উন্মুক্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

রকেট উৎক্ষেপণের কয়েক মিনিট পর এটির বুস্টার আলাদা হয়ে অ্যাটলান্টিক মহাসাগরে প্রতিষ্ঠানের স্বয়ংক্রিয় ড্রোনে এসে নামে।

রকেট উৎক্ষেপণের দৃশ্য কেনেডি স্পেস সেন্টার থেকে সরাসরি সম্প্রচার করেছে স্পেসএক্স।

কয়েক মাসের মধ্যেই আরেকটি বড় মাইলস্টোনে পৌঁছাতে পারে মাস্কের এই প্রতিষ্ঠান। স্পেসএক্স-এর ‘ক্রু ড্রাগন’ ক্যাপসিউলে করে যুক্তরাষ্ট্রের ভূমি থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মার্কিন নভোচারী পাঠানোর কথা রয়েছে প্রতিষ্ঠানটির।