টপ৫০০-এর এই তালিকা বছরে দুইবার প্রকাশ করা হয়। সর্বশেষ তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরদুই কম্পিউটার হিসেবে জায়গা নিয়েছে যুক্তরাষ্ট্রের সামিট এবং সিয়েরা। শীর্ষ ১০টির মধ্যেপাঁচটিই যুক্তরাষ্ট্রের দখলে। যুক্তরাষ্ট্র ও চীন ছাড়াও শীর্ষ ১০-এ রয়েছে সুইজারল্যান্ড,জার্মানি, আর জাপানের নাম।
বিবিসি'রখবরে বলা হয়, টপ ৫০০-এর পুরো তালিকার মধ্যে ২২৭টি সুপারকম্পিউটারই চীনের, যুক্তরাষ্ট্রেরক্ষেত্রে সংখ্যাটা ১০৯।
তালিকারশীর্ষে থাকা সামিট সুপারকম্পিউটারটি সেকেন্ডে দুই লাখ ট্রিলিয়ন হিসাব করতে পারে। সামিটএবং সিয়েরা- দুটিই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম-এর বানানো।
গেলবছর তালিকার শীর্ষস্থানটি ছিল চীনে সানওয়ে তাইহুলাইট সুপারকম্পিউটারটির দখলে। সর্বশেষতালিকায় এটি তৃতীয় স্থানে চলে এসেছে, চতুর্থ স্থানে থাকা সুপারকম্পিউটারটিও চীনেরইবানানো।
সামিট-এরপ্রসেসিং ক্ষমতা ২০০ পেটাফ্লপ, আর সানওয়ে তাইহুলাইট-এর ক্ষেত্রে তা ৯৩ পেটাফ্লপ।
পেটাফ্লপহচ্ছে কম্পিউটারের প্রসেসিং গতি মাপার একটি একক। এক পেটাফ্লপ বলতে কোনো কম্পিউটার সেকেন্ডেএক হাজার ট্রিলিয়ন ফ্লোটিং পয়েন্ট প্রসেসিং করার ক্ষমতা বোঝায়।
চীনাসুপারকম্পিউটারটিকে দ্বিতীয় স্থান থেকে সরানো সিয়েরার ক্ষেত্রে এই প্রসেসিং ক্ষমতা৯৪ পেটাফ্লপ।