খুনের মামলা তদন্তে অ্যামাজন ইকো’র ডেটা চায় আদালত

খুনের মামলা তদন্তে অ্যামাজন ইকো’র অডিও রেকর্ডিং চেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিচারক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2018, 08:46 AM
Updated : 13 Nov 2018, 08:46 AM

২০১৭ সালের জানুয়ারিতে দেশটির নিউ হ্যাম্পশায়ারের এক বাড়িতে দুই নারীর লাশ পাওয়া যায়। দুই জনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন খুনের সন্দেহভাজন ব্যক্তি। ২০১৯ সালে এই মামলার বিচার হওয়ার কথা রয়েছে।

তদন্তের স্বার্থেই অ্যামাজন ইকো’র ডেটা চেয়েছে আদালত। মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, বৈধ নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডিভাইসের কোনো ডেটা দেওয়া হবে না-- খবর বিবিসি’র।

খুনের সময় ওই বাড়িতে সংযুক্ত কোনো ডিভাইসের বাড়তি ডেটা দিতেও অনুরোধ জানিয়েছেন বিচারক।

অ্যামাজন জানায়, “আমাদের কাছে বৈধ এবং আইনী প্রক্রিয়ায় যথাযথ নথি না আসা পর্যন্ত কোনো ডেটা হস্তান্তর করা হবে না।”

আগের বছর আরকানস’তে আরেক খুনের মামলায় ইকো’র ডেটা দিতে রাজি হয়েছিল অ্যামাজন। মামলার বিবাদী এতে সম্মতি দেওয়ার পরই ডেটা হস্তান্তরে রাজি হয় অ্যামাজন।

সাধারণত ‘অ্যালেক্সা’ শব্দটি বললেই কেবল সক্রিয় হয় ইকো। কিন্তু কমান্ড শোনার অপেক্ষায় আগে থেকেই কিছু অডিও রেকর্ড করা হয়। যদিও প্রতিষ্ঠানের দাবি ‘অ্যালেক্সা’ শব্দটি বলার পরই ডেটা অ্যামাজন সার্ভারে পাঠানো হয়।