মার্চে ফোল্ডএবল স্মার্টফোন আনবে স্যামসাং

সামনের বছরের মার্চ মাসেই প্রথম ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা করছে স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 09:38 AM
Updated : 12 Nov 2018, 09:38 AM

৫জি নেটওয়ার্ক সমর্থনকারী গ্যালাক্সি এস১০-এর সঙ্গে নতুন এই ফোল্ডএবল স্মার্টফোনটি উন্মোচন করা হবে বলে সোমবার এক সূত্রের পক্ষ থেকে বলা হয়েছে-- খবর আইএএনএস-এর।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসেই গ্যালাক্সি এস১০ উন্মোচন করতে পারে স্যামসাং। পরবর্তীতে ফোল্ডএবল গ্যালাক্সি এফ এবং গ্যালাক্সি এস১০-এর একটি ৫জি সংস্করণ আনবে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

আগের সপ্তাহে স্যামসাং ইলেকট্রনিকস প্রেসিডেন্ট কো ডং-জিন বলেন ২০১৯ সালের প্রথমার্ধের মধ্যেই ফোল্ডএবল স্মার্টফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

প্রাথমিক পর্যায়ে অন্তত ১০ লাখ ফোল্ডএবল স্মার্টফোন সরবরাহ করা হবে বলেও জানিয়েছেন কো।

এই খাতের বিশেষজ্ঞদের ধারণা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোল্ডএবল স্মার্টফোনটি দেখাবে স্যামসাং। পরের মাসে ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

এখন পর্যন্ত নতুন এই ডিভাইসটির কোনো বাজার মূল্য জানানো হয়নি। তবে, এই খাতের বিশেষজ্ঞদের ধারণা ডিভাইসটির দাম হতে পারে ১৭৭০ মার্কিন ডলার।

স্যামসাংয়ের পক্ষ থেকে ফোল্ডএবল স্মার্টফোনটি নিয়ে বলা হয়, ভাঁজ করা অবস্থায় স্মার্টফোনটির পর্দার মাপ হবে ৪.৬ ইঞ্চি। আর ভাঁজ খুললে এটির পর্দা হবে ৭.৪ইঞ্চি।