প্লেস্টেশনের আগে এক্সবক্সে আসছে পাবজি

চলতি বছর ডিসেম্বরে সনি'র প্লেস্টেশন ৪-এ আসতে পারে সময়ের আলোচিত গেইম প্লেয়ার আননোওন'স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি নামেই বেশি পরিচিত)-- এমন গুঞ্জন শোনা যাচ্ছে আগে থেকেই। তবে তার আগেই ১২ নভেম্বর এক্সবক্স-এর গেইম পাস সাবস্ক্রিপশন সেবায় এই গেইম আনছে মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 03:37 PM
Updated : 11 Nov 2018, 03:37 PM

এর ফলে এক্সবক্স ওয়ান ব্যবহারকারীরা ৯.৯৯ ডলারের বিনিময়ে পাবজি খেলার সুযোগ পাবেন, শনিবার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।

বর্তমানে নিজেদের এক্সক্লাউড সেবার মাধ্যমে গেইম স্ট্রিমিং সেবা বাড়াচ্ছে মাইক্রোসফট। সেইসঙ্গে প্রতিষ্ঠানটি এক্সবক্স গেইম পাস-এর পরিসর বাড়াতেও কাজ করছে। এটি প্রতিষ্ঠানটির এক্সবক্সের ভবিষ্যতের পরিকল্পনার একটি বড় অংশ।

পাবজি ছাড়াও প্রতিষ্ঠানটি এক্সবক্স গেইমের মাধ্যমে নিজেদের সব ফার্স্ট-পার্টি গেইম ছাড়ার পরিকল্পনা করছে।

পাবজি আনার অংশ হিসেবে নতুন এক্সবক্স গেইম পাস গ্রাহকরা ছুটির মৌসুমে এক ডলারের বিনিময়ে এক মাস এই সেবা ব্যবহার করতে পারবেন।