হোয়াটসঅ্যাপ-এ আসছে ‘ভ্যাকেশন মোড’

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন ‘ভ্যাকেশন মোড’। শীঘ্রই অ্যাপটিতে আনা হবে নতুন আপডেট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2018, 06:00 PM
Updated : 29 Jan 2019, 12:37 PM

ফেইসবুক মালিকানাধীন চ্যাটিং মেসেঞ্জারটির নতুন এই ফিচারের মাধ্যমে গ্রুপ চ্যাটিং ঠিক মতো ‘মিউট’ করতে পারবেন গ্রাহক-- খবর ব্রিটিশ ট্যাবলয়েড মিররের।

‘ভ্যাকেশন মোড’ দিয়ে গ্রুপ চ্যাট মিউট করে রাখা হলে ওই গ্রুপের নতুন বার্তার জন্য কোনো নোটিফিকেশন পাঠাবে না হোয়াটসঅ্যাপ।

নোটিফিকেশন না দিলেও ‘আনরিড’ হিসেবে থেকে যাবে বার্তাগুলো। আর অ্যাপ আইকনেও দেখা যাবে নতুন বার্তার ডট চিহ্ন।

অন্যদিকে অ্যাপটির আরেকটি সংস্করণ পেয়েছে ওয়াবেটালইনফো। এই সংস্করণে ভ্যাকেশন মোড চালু করলে ওই গ্রুপ চ্যাটিংটি আর্কাইভে চলে যাবে। ফলে আনরিড বার্তার তালিকায়ও দেখাবে না সেগুলো।

আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় সংস্করণেই নতুন ফিচারটি আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। আইওএস-এ গ্রুপ চ্যাটিংলিস্ট বাম দিক থেকে সোয়াইপ করলে মিউট ফিচার পাওয়া যাবে। আর অ্যান্ড্রয়েডে গ্রুপের ওপর কিছুক্ষণ চেপে রাখলে দেখা যাবে নতুন এই ফিচারটি।