এয়ারডট- নামে শিয়াওমির ‘এয়ারপড’!

অ্যাপলের এয়ারপড-এর মতো তারবিহীন ইয়ারবাড এনেছে স্মার্টফোন ও অ্যাকসেসোরিজ নির্মাতা চীনা প্রতিষ্ঠান শিয়াওমি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2018, 12:06 PM
Updated : 7 Nov 2018, 12:06 PM

এয়ারডট নাম দেওয়া এই ইয়ারবাডের দাম ৩০ ডলারের নিচে হলেও এতে অ্যাপলের এয়ারপডের মতো প্রায় সব সুবিধা রয়েছে বলে দাবি চীনা প্রতিষ্ঠানটির। এসব সুবিধার মধ্যে ট্যাপএবল কনট্রোল ও একটি কমপ্যাক্ট চার্জিং কেইস-এর কথা উল্লেখ করা হয়েছে। তবে ভিন্নতা হচ্ছে এয়ারডট-এ সিলিকন টিপ ব্যবহার করা হয়েছে। এর ফলে এই ইয়ারবাড আরও ভালো শব্দ ও সুরক্ষা দিতে পারবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এতে ব্লুটুথ ৫.০ ব্যবহার করা যাবে।

ছবি- শিয়াওমি

চীনে ১৯৯ ইউয়ান মূল্যে এয়ারডট প্রি-অর্ডার দেওয়া যাবে। তবে, এতে এয়ারপডের মতো শব্দের মান ও পারফরম্যান্স পাওয়ার সম্ভাবনা কম, এমনটাই ভাষ্য প্রযুক্তি সাইট ভার্জ-এর।

এয়ারপডের মতো সব সুবিধা ব্যবহারের সুবিধা দেয় বলে দাবি করা একশ’ ডলারের অপো ও-ফ্রি তারবিহীন ইয়ারবাড-এ এয়ারপডের কাছাকাছি সেবাও পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

এর আগে চলতি বছরের শুরুতে শিয়াওমি ১৫ ডলার মূল্যের তারবিহীন চার্জারের ঘোষণা দেয়।