বোরিং কোম্পানি, সুড়ঙ্গে হাঁটার ভিডিও দিলেন মাস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ নিজ প্রতিষ্ঠান বোরিং কোম্পানি’র নির্মাণাধীন সুড়ঙ্গ চালুর পথে আছে, শনিবার নতুন এক টুইটে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। সেইসঙ্গে দীর্ঘ এই সুড়ঙ্গের ভেতর নিয়ে নিজের হেঁটে আসার একটি ভিডিও পোস্ট করেছেন এই মার্কিন প্রকৌশলী ও ধনকুবের।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2018, 11:46 AM
Updated : 5 Nov 2018, 11:46 AM

এর আগে চলতি বছর অক্টোবরে মাস্ক জানিয়েছিলেন, এ বছরই ১০ ডিসেম্বর এই সুড়ঙ্গ উদ্বোধন করা হবে। 

প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, দ্রুত বানিয়ে দেওয়া এই ৩০ সেকেন্ডের ভিডিওতে দুই মাইল লম্বা এই সুড়ঙ্গটি দেখানো হয়েছে। এই পুরো পথকে ‘বিরক্তিকর দীর্ঘ’ হিসেবে আখ্যা দিয়েছেন নানা উদ্ভাবনী ধারণা দেওয়ার জন্য খ্যাত এই প্রকৌশলী। 

এক বছর আগে মাস্ক অধীনস্থ মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর ক্যালিফোর্নিয়া প্রধান কার্যালয়ে এই বোরিং কোম্পানি’র এই সুড়ঙ্গ বানানো শুরু হয়।

এরপর যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত সুড়ঙ্গ বানানোর জন্যও বোরিং কোম্পানিকে বাছাই করা হয়েছে। 

তত্ত্বীয়ভাবে, এই সুড়ঙ্গ দিয়ে স্বচালিত ইলেকট্রনিক পড আট থেকে ১৬ জন মানুষকে ঘণ্টায় ১২৪ মাইল থেকে ১৫৫ মাইল বেগে নিয়ে যেতে পারবে।