টুইটার ব্যবহার বদলাবেন না মাস্ক

নিজের দেওয়া টুইটের কারণে জন্ম দিয়েছেন একের পর এক বিতর্কের, এমনকি এক টুইটের জের ধরে তাকে আর তার প্রতিষ্ঠানকে দিতে হচ্ছে দুই কোটি ডলার জরিমানা। কিন্তু তারপরও টুইটারে নিজের আচরণ বদলাবেন না বলে জানিয়ে দিলেন তিনি। হ্যাঁ, বলা হচ্ছে মার্কিন প্রকৌশলী ও ধনকুবের ইলন মাস্ক-এর কথা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2018, 01:08 PM
Updated : 3 Nov 2018, 01:08 PM

‘রিকোড ডিকোড’ নামের এক অনুষ্ঠানে সৌদি আরব থেকে অর্থ গ্রহণ করবেন কিনা- থেকে শুরু করে গেল বছর টেসলার মুখোমুখি সমস্যার মতো নানা বিষয় নিয়ে কথা বলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। এতে নিজের টুইটার ব্যবহার সম্পর্কেও কথা বলেন তিনি। 

উপস্থাপক কারা সুইশার তাকে জিজ্ঞাসা করেন দুই কোটি ডলার জরিমানার পর তিনি কীভাবে টুইটার ব্যবহার বদলাবেন? জবাবে মাস্ক বলেন, “আসলে তা নয়। আমি মনে করি এটি শুধুই শেয়ারবাজারে লেনদেন চলাকালীন কোনো বাস্তব প্রস্তাব রাখতে পারে এমন কিছু।” 

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র ভাষ্যমতে, এর মানে হচ্ছে শেয়ারে প্রভাব ফেলতে পারে এমন সত্য তথ্য নিয়ে তিনি টুইট করতে পারেন। 

মাস্ক বলেন, “কেউ কেউ নিজেদের প্রকাশ করতে তাদের চুল ব্যবহার করেন, আমি টুইটার ব্যবহার করি।”