প্রায় ১৩ কোটি ডলার বাঁচালেন জাকারবার্গ

সময়মতো নিজ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে ১২ কোটি ৮০ লাখ ডলার বাঁচিয়েছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2018, 03:49 PM
Updated : 1 Nov 2018, 03:49 PM

অক্টোবরে ফেইসবুকের শেয়ারমূল্য পড়ে যায়। শেষ প্রান্তিকের আর্থিক প্রকাশকে সামনে রেখে মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের মূল্য ছিল ১৪৬.২২ ডলার, অংকটা এ বছর ফেইসবুকের শেয়ারমূল্যের জন্য তৃতীয় সর্বনিম্ন। তবে, বুধবার এটি বেড়ে আবার ১৫৫ ডলার ছাড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

১২ কোটি ৮০ লাখ ডলার বাঁচানোর বিষয়টি কী? একটু খোলাসা করা যাক। নিজের দাতব্য সংস্থা চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ-এর মাধ্যমে জনহিতৈষীমূলক কাজ করতে সাড়ে সাত কোটি শেয়ার বিক্রির ইচ্ছা আগেই প্রকাশ করেছেন জাকারবার্গ।

চলতি বছর ২৫ জুলাই ফেইসবুকের শেয়ারমূল্য রমরমা অবস্থায় ছিল। সংবাদমাধ্যমটির ব্যাখ্যায় বলা হয়, নিজের আগের লক্ষ্য অনুযায়ী ওইদিন থেকে অগাস্টের মধ্যে জাকারবার্গ ফেইসবুকের ৫২ লাখ শেয়ার বিক্রি করেছেন। যার বিপরীতে তার পকেটে জমা হয় ৯৩ কোটি ৫০ লাখ ডলার। যদি জাকারবার্গ বুধবারের দামেও এই শেয়ারগুলো বিক্রি করতেন তার পকেটে যাওয়ার অর্থের অংকটা হতো ৮০ কোটি ৭৬ লাখ ডলার।  এ হিসাবে জাকারবার্গকে হারাতে হতো ১২ কোটি ৭৬ লাখ ডলার।