১৪০০ কোটি ডলার হারালেন বেজোস

বৃহস্পতিবার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এরপর শুক্রবার বড় ধাক্কা এসেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেফ বেজোস-এর মোট সম্পদের পরিমাণে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2018, 02:34 PM
Updated : 27 Oct 2018, 02:34 PM

অ্যামাজনের শেয়ারমূল্য ১০ শতাংশ পড়ে যাওয়ার বিশ্বের শীর্ষ ধনী বেজোসের মোট পরিমাণ ১৪০০ কোটি ডলারের মতো কমে গিয়েছে।

এই ধাক্কাকে অ্যামাজনের আর্থিক প্রতিবেদনের প্রতিক্রিয়ার ফল হিসেবেই উল্লেখ করা হয় মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে। 

ব্লুমবার্গ-এর তথ্যমতে, বুধবার বেজোসের মোট সম্পদের পরিমাণ ছিল ১৩৮০০ কোটি ডলার।

তৃতীয় প্রান্তিকে প্রতি শেয়ারে প্রত্যাশিত ৩.১৪ ডলার ছাড়িয়ে ৫.৭৫ ডলার আয় দেখেছে অ্যামাজন। তবে অ্যামাজনের আয়ের প্রবৃদ্ধি প্রত্যাশার অংকের চেয়ে কম হয়েছে। এই প্রান্তিকে অ্যামাজনের আয় প্রত্যাশা করা হয়েছিল ৫৭১০ কোটি ডলার, প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৫৬৬০ কোটি ডলার।   

এ খবর প্রকাশের সময় পর্যন্ত অ্যামাজনের প্রতি শেয়ারের মূল্য ছিল ১৬৪২.৮১ ডলার।