এআই-এ আঁকা ছবির দাম ৪.৩২ লাখ ডলার

নিলামে ৪,৩২,০০০ ডলারে বিক্রি হয়েছে একটি চিত্রকর্ম। এই চিত্রকর্মের বিশেষত্ব হচ্ছে এটি কোনো মানুষের আঁকা নয়, এর শিল্পী হচ্ছে একটি এআই প্রোগ্রাম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2018, 03:50 PM
Updated : 28 Oct 2018, 05:34 AM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই চিত্রকর্মের নিলাম আয়োজন করে নিলাম আয়োজক ব্রিটিশ প্রতিষ্ঠান ক্রিস্টি’জ। নিলাম হওয়ার আগে এর দাম সাত হাজার থেকে ১০ হাজার ডলার উঠবে বলে ধারণা করা হয়েছিল। 

‘পোট্রেইট অফ এডমন্ড বেলামি’ নামের এই চিত্রকর্ম বানিয়েছে ফ্রান্সের প্যারিসভিত্তিক শিল্পকর্ম সংগ্রহশালা ‘অবভিয়াস’। চতুর্দশ শতাব্দী থেকে বিশ শতকের মধ্যে আঁকা হয়েছে এমন ১৫ হাজার পোট্রেইটের ডেটা ও একটি অ্যালগরিদম ব্যবহার করে এই চিত্রকর্ম বানানো হয়েছে। এটি বানাতে অ্যালগরিদমটি নিজের কাজের সঙ্গে ওই ডেটা সেট তুলনা করে এগিয়েছে।  

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তায় বানানো এটিই প্রথম চিত্রকর্ম যেটি বড় কোনো নিলাম অনুষ্ঠানে তোলা হলো— বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।  

নিলাম আয়োজন প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ রিচার্ড লয়েড বলেন, “ভবিষ্যতে শিল্পকর্মের বাজারে প্রভাব ফেলবে এমন কয়েকটি প্রযুক্তির মধ্যে এআই একটি।”