নতুন আইফোন সারানোর খরচ জানালো অ্যাপল

চলতি সপ্তাহে বাজারে আসবে এবছরের অপেক্ষাকৃত সস্তা আইফোন Xআর। এরই মধ্যে ডিভাইসটি সারানোর খরচ জানিয়েছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 11:43 AM
Updated : 23 Oct 2018, 11:43 AM

নতুন আইফোন Xআর-এর নচযুক্ত এলসিডি পর্দা ভাঙলে তা সারাতে খরচ পড়বে ১৯৯ মার্কিন ডলার। অ্যাপলকেয়ার+ সেবার আওতায় নেই এমন গ্রাহকদের এই মূল্য দিতে হবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

অন্যদিকে আইফোন Xএস এবং Xএস ম্যাক্স-এর ভাঙ্গা ওলেড পর্দা সারাতে খরচ হবে যথাক্রমে ২৭৯ ও ৩২৯ ডলার। আর নতুন তিনটি ডিভাইসের ব্যাটারি পরিবর্তনে গ্রাহককে গুণতে হবে ৬৯ ডলার।

পর্দার সঙ্গে নতুন আইফোনের অন্য কোনো অংশ ক্ষতিগ্রস্থ হলে আরও বেশি মূল্য দিতে হবে গ্রাহককে। পর্দার পাশাপাশি পেছনের কাঁচ ভাঙলে তা সারাতে আইফোন Xআর, Xএস এবং Xএস ম্যাক্স-এ খরচ হবে যথাক্রমে ৩৯৯, ৫৪৯ এবং ৫৯৯ মার্কিন ডলার।

অ্যাপলকেয়ার+ সেবার আওতায় থাকাকালীন দুইবার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ডিভাইস ৯৯ ডলারে সারতে পারবেন গ্রাহক। আর এই সেবায় ডিভাইসগুলোর পর্দা সারতে খরচ হবে ২৯ ডলার।

আইফোন Xআর, ৮ প্লাস এবং ৭ প্লাস-এর জন্য অ্যাপলকেয়ার+ সেবা নিতে গ্রাহককে দিতে হবে ১৪৯ মার্কিন ডলার। আর আইফোন Xএস এবং Xএস ম্যাক্স-এর জন্য এই সেবার মূল্য ধরা হয়েছে ১৯৯ ডলার।