গে ফেইসবুক পেইজের প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

পুরুষ সকামীদের ফেইসবুক পেইজ চালানোয় জাভা দ্বীপে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইন্দোনেশিয়া পুলিশ। পেইজটিতে পর্নোগ্রাফি প্রকাশের অভিযোগ আনা হয়েছে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 09:47 AM
Updated : 23 Oct 2018, 09:47 AM

২০১৫ সালে “গে ব্যানডাং ইন্দোনেশিয়া” নামে একটি ফেইসবুক পেইজ চালু করেন ওই যুগল। পেইজটির সদস্য সংখ্যা চার হাজারের বেশি।

পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র ট্রুনোডো উইসনু আনডিকো বলেন, বৃহস্পতিবার ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি এখন সরকার পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে-- খবর আইএএনএস-এর।

তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ইলেকট্রনিক ইনফরমেশন অ্যান্ড ট্রানজ্যাকশন (ইআইটি) আইনে মামলা করার পর দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় বছরের জেল ও ৬৬ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে তাদের।

হিউম্যান রাইটস ওয়াচ ইন্দোনেশিয়া’র আন্দ্রেস হারসোনো বলেন, এবারই প্রথমবারের মতো এলজিবিটি সমাজের বিরুদ্ধে ইআইটি আইন ব্যবহার করা হচ্ছে।

এর আগে পর্নোগ্রাফি ঠেকাতে এই আইন প্রয়োগ করা হয়েছে।

সুমাত্রা দ্বীপের আচেহ ইন্দোনেশিয়ার একমাত্র অঞ্চল যেখানে সমকামীতা অবৈধ। গ্রেপ্তারের এই ঘটনা দেশটির এলজিবিটি সমাজের জন্য আরেকটি ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সমকামীতা সম্পর্কিত ২০০ মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট বন্ধ করে ইন্দোনেশিয়ার তথ্য মন্ত্রণালয়।