টেটরিস-এ নতুন বিশ্বচ্যাম্পিয়ন এক কিশোর

টেটরিস গেইমে নতুন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১৬ বছর বয়সী এক কিশোর। অরিগন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ক্লাসিক টেটরিস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গ্র্যান্ড ফাইনালে তাক লাগিয়ে দিয়ে জয়ী হয়েছেন জোসেফ সেলি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 09:41 AM
Updated : 23 Oct 2018, 09:41 AM

এই কম্পিউটার গেইমটির বয়স সেলি’র বয়সের চেয়ে ১৩ বছর বেশি। ফাইনালে সেলি’র প্রতিদ্বন্দ্বী ছিলেন জোনাস নিউবার। আট বছর ধরে হতে থাকা এই টুর্নামেন্টে এর আগের সাতটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন নিউবার।

সেলি বিবিসি-কে বলেন, ২০১৬ সালে এই চ্যাম্পিয়নশিপ দেখার পর তিনি এই গেইম খেলা শুরু করেন। ১৯৮৫ সালে আনা এক নিনটেনডো এনইএস কনসোলে এই গেইম খেলেন তিনি।

নতুন এই চ্যাম্পিয়ন জানান, এই ডিভাইসে তিনি প্রতিদিন কয়েক ঘণ্টা করে অনুশীলন করেন। এক্ষেত্রে আধুনিক পাতলা স্ক্রিনের জায়গায় একটি সিআরটি টেলিভিশন স্ক্রিনেই গেইম খেলেন তিনি।

এই গেইম খেলার সময় তার বন্ধুরা অবাক হতো বলেও জানান সেলি। “আমার বন্ধুদের ভাবটা ছিল যে ‘এই ছেলে কী খেলছে’।

“টেটরিস শেখাটা সহজ কিন্তু এটিতে দক্ষ হতে কয়েক বছর লেগে যায়।”

সামনের বছর আবারও এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার মনে হয় আমি আরও উন্নতি করতে পারব- এটি শুধুই একবারের কিছু নয়।”