মার্কিন স্বাস্থ্য বিমার সিস্টেম হ্যাকড

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি সরকারি স্বাস্থ্যসেবা সিস্টেমের নিরাপত্তা লঙ্ঘন করেছে হ্যাকাররা। এর ফলে ৭৫ হাজার ব্যক্তির ডেটা নিরাপত্তা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিমা ও অন্যান্য সেবা স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করা সংস্থা `সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস (সিএমএস)’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2018, 10:40 AM
Updated : 21 Oct 2018, 10:41 AM

বিমা সংস্থা আর ব্রোকারদের ব্যবহৃত একটি সিস্টেম থেকে এই ডেটা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। 

সিএমস-এর পক্ষ থেকে বলা হয়, ১৩ অক্টোবর সংস্থাটি “ফেডারেল ফেসিলিটেটেড এক্সচেইঞ্জেস-এ অস্বাভাবিক কার্যক্রম” শনাক্ত করেছে। ফেডারেল ফেসিলিটেটেড এক্সচেইঞ্জেস বা এফএফই হচ্ছে মানুষকে তাদের স্বাস্থ্য বিমার জন্য আবেদনে সহায়তায় এজেন্ট আর ব্রোকারদের ব্যবহৃত একটি সিস্টেম।

সিএমএস-এর ভাষ্যমতে “আনুমানিক ৭৫ হাজার ব্যক্তির ফাইলে প্রবেশ করা হয়েছে”। নিরাপত্তা লঙ্ঘন যাচাইয়ের পর ১৬ অক্টোবর তারা সিস্টেমটি সুরক্ষিত করতে পদক্ষেপ নিয়েছেন। 

সিএমএস অ্যাডমিনিস্ট্রেটর সিমা ভারমা জানান, এই সিস্টেম গ্রাহকদের জন্য রাখা সাইট হেলথকেয়ার ডটগভ থেকে ভিন্ন।