ডেস্কটপ ব্রাউজারে এলো ইউটিউব মিনি প্লেয়ার

ডেস্কটপ ব্রাউজারে মিনি প্লেয়ার ফিচার চালু করেছে ইউটিউব।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2018, 10:35 AM
Updated : 21 Oct 2018, 10:36 AM

ইউটিউবের মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা ইতোমধ্যেই এই ফিচারটির সঙ্গে পরিচিত। এই ফিচারের মাধ্যমে গ্রাহক ইউটিউবে একটি ভিডিও দেখার সময় অন্য ভিডিও ব্রাউজ করতে পারবেন। সেক্ষেত্রে আগের ভিডিওটি ছোট একটি উইন্ডোতে চলতে থাকবে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

একই ধরনের ফিচার রয়েছে ফেইসবুকেও। গ্রাহক ভিডিও দেখার সময় তার নিউজ ফিড স্ক্রল করতে পারেন। এক্ষেত্রে ভিডিওটি ছোট উইন্ডোতে চলে যায়।

এবার আইওএস এবং অ্যান্ড্রয়েডের পর ইউটিউবের ডেস্কটপ সংস্করণেও মিনি প্লেয়ার চালু করলো গুগল। গ্রাহক চাইলে মিনিপ্লেয়ারের ‘x’ বাটন ক্লিক করে এর থেকে বের হতে পারবেন। মিনি প্লেয়ারে প্লেলিস্ট নিয়ন্ত্রণ এবং পরবর্তী ভিডিওতে যাওয়ার বাটনও রাখা হয়েছে।

প্রথম দিকে মোবাইল ফিচার হিসেবে আনা হলেও এটি ডেস্কটপ সংস্করণেও গ্রাহকের জন্য বেশ সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে।

ডেস্কটপ ব্রাউজের এই ফিচারটির সুবিধা নিতে গ্রাহক ভিডিওর নিচের দিকে মাউস রাখলে তাকে অপশন দেখানো হবে। এখান থেকে ডান দিকের আইকনটি ক্লিক করলে ডেস্কটপে ইউটিউব মিনি প্লেয়ার চালু হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।