ফোল্ডএবল স্মার্টফোনে আরেকটি পেটেন্ট অ্যাপল-এর

ফোল্ডএবল স্মার্টফোনের আরেকটি পেটেন্ট অনুমোদন পেয়েছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 01:41 PM
Updated : 17 Oct 2018, 01:41 PM

ধারণা করা হচ্ছে, অ্যাপলের আগের ফোল্ডএবল স্মার্টফোন পরিকল্পনার সঙ্গে যোগ হবে নতুন পেটেন্টের ফিচারগুলো।

নতুন পেটেন্টে নমনীয় কব্জা এবং এটি বসানোর জন্য ফেব্রিক ব্যবহারের কথা বলা হয়েছে। পেটেন্টটির কথা জানিয়েছে অ্যাপলকেন্দ্রিক ব্লগ পেটেন্টলি অ্যাপল। মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির মেধাসত্ত্ব সম্পতির উন্নয়ন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে এই সাইটটি।

পেটেন্টে বলা হয়, “একটি ইলেকট্রনিক ডিভাইস যাতে একটি ‘নমনীয় কব্জা’ থাকবে যা দুইটি অংশের মধ্যে বসানো হবে এবং একটি অংশে ফেব্রিক রাখা হবে।”

ফোল্ডএবল স্মার্টফোন বানাতে ২০১৬ সালের নভেম্বরে মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক কার্যালয় থেকে প্রথম পেটেন্ট অনুমোদন পায় অ্যাপল। ওই পেটেন্টে একটি পর্দার বর্ণনা দেওয়া হয়েছে যা বইয়ের মতো খোলা ও বন্ধ করা যাবে।

স্মার্টফোনের পর্দা মাপ ক্রমেই বড় হচ্ছে। এক পর্যায়ে ফোল্ডএবল স্মার্টফোন তাই অর্থপূর্ণ কিছু হবে বলেই ধারণা হচ্ছে। বিশেষভাবে মোবাইল টিভি বা ৫জি নেটওয়ার্কের যুগে বেশ কার্যকর হতে পারে এ ধরনের ডিভাইস।

চলতি বছরের সেপ্টেম্বরে ফোল্ডএবল স্মার্টফোনের টিজার দেখিয়েছে অ্যাপলের প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাং। নভেম্বরে স্যামসাংয়ের ডেভেলপার সম্মেলনেই উন্মোচন করা হতে পারে ডিভাইসটি।

অন্যদিকে চলতি বছরই ফোল্ডএবল স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে।