চীনা কারখানার জমি কিনলো টেসলা

চীনে গাড়ি তৈরির কারখানা বানাতে শাংহাইয়ের লিংয়াং অঞ্চলে সাড়ে আট লাখ বর্গমিটারের প্লট কিনেছে টেসলা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 10:59 AM
Updated : 17 Oct 2018, 10:59 AM

বুধবার লিংয়াংয়ের এক ঘোষণায় জমি কেনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জমির কোনো মূল্য জানানো হয়নি।

চলতি বছরের জুলাই মাসে দেশটিতে পুরোপুরি নিজস্ব মালিকানায় কারখানা তৈরির পরিকল্পনা জানায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। এবার শাংহাইয়ের ৪৭ মাইল দক্ষিণপূর্বে লিংয়াংয়ে কারখানাটি তৈরির প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে টেসলা।

অগাস্টে প্রতিষ্ঠানের আয়ের প্রতিবেদনে বলা হয়, তিন বছরের মধ্যে চীনা কারখানায় উৎপাদন শুরুর আশা করছে টেসলা। প্রাথমিক পর্যায়ে কারখানাটির উৎপাদন ক্ষমতা হবে বছরে আড়াই লাখ গাড়ি ও ব্যাটারি প্যাক। পরবর্তীতে উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির-- খবর সিএনবিসি’র।

অগাস্টে মার্কিন প্রতিষ্ঠানটি জানায়, কারখানাটির বেশিরভাগ তহবিল আসবে স্থানীয় ঋণ ও টেসলার নিজস্ব বিনিয়োগ থেকে। ২০১৯ সাল পর্যন্ত লক্ষণীয় মাত্রায় এই প্রক্রিয়া শুরু হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৈদ্যুতিক গাড়ির জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজার চীনে গাড়ি তৈরি হলে টেসলা গাড়ির দাম লক্ষ্যণীয় মাত্রায় কমবে বলে ধারণা করা হচ্ছে।

টেসলার পক্ষ থেকে ২ অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয় চীনের স্থানীয় নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মতো নগদ সহায়তা নেই তাদের। সমুদ্র পথে যাত্রা এবং অন্যান্য ব্যয়ের কারণে সার্বিকভাবে স্থানীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর চেয়ে ৫৫ থেকে ৬০ শতাংশ বেশি খরচ হয় টেসলার।