অর্ধেক আইফোনে আইওএস ১২

গ্রাহকের হাতে থাকা অর্ধেক সংখ্যক আইফোন ও আইপ্যাডে চলছে অ্যাপলের নতুন আইওএস ১২। উন্মুক্ত করার মাত্র চার সপ্তাহের মধ্যে আপডেটটি ইনস্টল করেছেন অর্ধেক ডিভাইসে মালিক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 06:40 PM
Updated : 14 Oct 2018, 06:40 PM

অ্যাপলের ডেভেলপার ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য থেকে বিষয়টি প্রতিবেদনে নিশ্চিত করেছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ২০১৪ সালের সেপ্টেম্বরের পর বাজারে আনা ডিভাইসগুলোর ৫৩ শতাংশে চলছে আইওএস ১২। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর উন্মুক্ত করা হয় নতুন এই আপডেট।

চলতি বছরের নতুন আইফোন উন্মোচন অনুষ্ঠানে আইওএস ১২কে এযাবৎকালের সবচেয়ে উন্নত আইওএস অপারেটিং সিস্টেম বলে দাবি করে অ্যাপল।

কিন্তু উন্মুক্ত করার কয়েক দিনের মধ্যেই এটি নিয়ে অভিযোগ করতে শুরু করেন গ্রাহক। আইওএস ১২ নিয়ে অনেক গ্রাহকই অভিযোগ করেন যে, আইফোনে লাইটনিং কেবল যুক্ত করলেও ডিভাইসটি চার্জ হচ্ছে না এবং ভিডিও অ্যাপে সাবটাইটেল দেখাচ্ছে না। এই ত্রুটিগুলো সারাতেই সম্প্রতি আইওএস ১২.০.১ আপডেট আনে অ্যাপল।

নতুন আইওএস ১২.০.১ আপডেটেও পাওয়া যাচ্ছে ত্রুটি। আইওএস ১২.০.১ আপডেটর পর ঘন ঘন কল কেটে যাওয়া, নেটওয়ার্ক ও সিগনাল সমস্যা এবং ব্যাটারি নিয়ে অভিযোগ করছেন গ্রাহক।

আইওএস ১২ উন্মক্ত করার পর আইওএস ১১ ব্যবহারকারীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০ শতাংশ। আর বাকী সাত শতাংশ ডিভাইস চলছে আইওএস-এর আরও পুরানো সংস্করণে।