হয়রানি বন্ধে ইনস্টাগ্রামের নতুন টুল

হয়রানি বন্ধে মঙ্গলবার নতুন টুল উন্মুক্ত করেছে ফেইসবুকের ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2018, 07:31 AM
Updated : 10 Oct 2018, 07:31 AM
ছবিতে হয়রানির উপাদান শনাক্ত করার পাশাপাশি এতে অভিযোগ করার সুযোগও থাকছে নতুন এই টুলে-- খবর আইএএনএস-এর।

নতুন এই টুলে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করেছে ইনস্টাগ্রাম। ছবি ও ছবির ক্যাপশনে সক্রিয়ভাবে হয়রানির উপাদান খুঁজে বের করবে এটি।

ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজেরি বলেন, “এই পরিবর্তন হয়রানি শনাক্ত ও লক্ষ্যণীয় মাত্রায় আরও বেশি হয়রানিমূলক উপাদান সরাতে সহায়ক হবে। আর যেসব গ্রাহক হয়রানির শিকার হন কিন্তু তা নিয়ে অভিযোগ করতে পারেন না তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

“এটি আমাদের যুব সমাজকে রক্ষায়ও সহায়ক হবে, কারণ অন্যান্যদের তুলনায় তারাই বেশি হয়রানির শিকার হয়,” যোগ করেন মোজেরি।

সেপ্টেম্বরে হঠাৎ করেই প্রতিষ্ঠান ছাড়ার ঘোষণা দেন ইনস্টাগ্রাম সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম ও মাইক ক্রেইগার। সম্প্রতি তাদের বদলে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব নেন মোজেরি।

ইতোমধ্যেই নতুন এই প্রযুক্তি চালু করেছে ইনস্টাগ্রাম। কয়েক সপ্তাহ ধরে বিশ্বব্যাপী চালু হবে এই টুল।

কয়েক মাস আগে মন্তব্যে হয়রানি শনাক্ত করতে নতুন টুল আনে প্রতিষ্ঠানটি। ফিড, এক্সপ্লোর এবং প্রোফাইল থেকে হয়রানিমূলক মন্তব্য লুকিয়ে ফেলে এই টুল।

“এখন আমরা লাইভ ভিডিওর মন্তব্যেও এই ফিল্টার চালু করছি, যাতে বন্ধুদের সঙ্গে যুক্ত হতে লাইভ ভিডিও একটি নিরাপদ ও মজার জায়গা হয়ে থাকে,” বলেন মোজেরি।