নতুন গেইম কনসোল আনছে সনি?

নতুন একটি গেইম কনসোল বানানোর প্রক্রিয়ায় আছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠান সনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 02:06 PM
Updated : 9 Oct 2018, 02:06 PM

সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস-এর সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট কেনিচিরো ইয়োশিদা বলেন, সনি তাদের সর্বশেষ গেইম কনসোল প্লেস্টেশন৪-এর উত্তরসূরী আনার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। তিনি বলেন, “এই মূহুর্তে, আমি যা বলতে পারি তা হচ্ছে, নতুন প্রজন্মের হার্ডওয়্যার আনাটা দরকারি।”

সনি প্লেস্টেশন ৫ নামে নতুন কনসোলের ব্র্যান্ডিং করবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি ইয়োশিদা- বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে। 

সংবাদমাধ্যমটি জানায়, সনি নতুন গেইম কনসোল আনছে এমন গুঞ্জন ইতোমধ্যেই শোনা যাচ্ছে। তবে, ট্যাবলেট আর মোবাইল ফোনে গেইম স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা বাড়ার এই সময়টি প্রতিষ্ঠানটি কীভাবে নেবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন এই খাতের পর্যবেক্ষকরা।

এদিকে সনির নতুন একটি পেটেন্টের খবর পাওয়া গিয়েছে। ব্যবহারকারীদেরকে পুরানো গেইমগুলো আধুনিক উন্নত রেজুলিউশনের ডিসপ্লেতে খেলার সুযোগ দেবে এমন পেটেন্টের মধ্যেই এই প্রশ্নের জবাব মিলতে পারে, বলা হয়েছে প্রতিবেদনটিতে।