গেইম স্ট্রিমিং নিয়ে পরীক্ষা করছে মাইক্রোসফট

প্রজেক্ট এক্সক্লাউড নামের নতুন একটি গেইম স্ট্রিমিং সেবা নিয়ে পরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট। পিসি, কনসোল আর মোবাইল ডিভাইস থেকে এটি ব্যবহার করা যাবে বলে সোমবার জানিয়েছে মার্কিন টেক জায়ান্টটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 10:37 AM
Updated : 9 Oct 2018, 10:37 AM

২০১৯ সালে সাধারণ ব্যবহারকারীদের দিয়ে এক্সক্লাউডের পরীক্ষা শুরু হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।  

এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের ক্লাউড গেইমিংবিষয়ক করপোরেট ভাইস প্রেসিডেন্ট কারিম চৌধরি বলেন, “আমরা এখন প্রজেক্ট এক্সক্লাউড নিয়ে পরীক্ষা করছি। এই পরীক্ষায় ডিভাইসগুলো (মোবাইল ফোন, ট্যাবলেট) ব্লুটুথের মাধ্যমে একটি এক্সবক্স ওয়্যারলেস কনট্রোলার-এর সঙ্গে যুক্ত করা হয়েছে, আর এতে টাচ ইনপুটের মাধ্যমে খেলার সুযোগও আছে।”

গেইম প্রকাশনা প্রতিষ্ঠান ইউবিসফট-এর সঙ্গে মিলে ‘প্রজেক্ট স্ট্রিম’ নামের একটি গেইম স্ট্রিমিং সেবা নিয়ে পরীক্ষা চালাচ্ছে ওয়েব জায়ান্ট গুগল। মাইক্রোসফটের নতুন এই সেবা গুগলের এই সেবার সঙ্গে প্রতিদ্বন্দীতা করবে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

মাইক্রোসফটের এক্সক্লাউড এনভিডিয়া জিফোর্স নাও এবং সনি’র প্লেস্টেশন নাওসহ অন্যান্য স্ট্রিমিং সেবার প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হবে।