অ্যাপল, অ্যামাজনের পণ্যে ‘গুপ্ত’ চীনা চিপ?
প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2018 01:20 PM BdST Updated: 05 Oct 2018 03:01 PM BdST
-
ছবি- রয়টার্স
টেক জায়ান্ট অ্যাপল আর ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের সিস্টেমে চীনা গোয়েন্দা সংস্থার ক্ষতিকর কম্পিউটার চিপ স্থাপন করা হয়েছে, বৃহস্পতবার এমন খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ। তবে এই দুই মার্কিন প্রতিষ্ঠানই এই খবর প্রত্যাখ্যান করেছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।
Related Stories
নাম প্রকাশ না করা ১৭ সূত্রের বরাতে ব্লুমবার্গ বিজনেসউইক জানায়, চীনা গুপ্তচররা প্রায় ৩০টি প্রতিষ্ঠান ও একাধিক মার্কিন সরকারি সংস্থার ব্যবহৃত যন্ত্রে কম্পিউটার চিপ স্থাপন করে রেখেছে। এই সূত্রগুলোর মধ্যে গোয়েন্দা থেকে শুরু করে প্রতিষ্ঠানও রয়েছে। এর মাধ্যমে বেইজিং ওইসব প্রতিষ্ঠান ও সংস্থার অভ্যন্তরীণ নেটওয়ার্কে গোপন প্রবেশাধিকার পেতে পারে।
এ নিয়ে মন্তব্যের জন্য অ্যাপল, অ্যামাজন বা মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এজেন্সি ও ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’র কোনো প্রতিনিধির সঙ্গে রয়টার্স যোগাযোগ করতে পারেনি।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমটির পক্ষ থেকে চীনের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স-এর কাছে মন্তব্যের জন্য চিঠি লেখা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে কোনো ধরনের সাইবার হামলা সাজানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন।
ব্লুমবার্গ অ্যামাজনের একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “আমরা ক্ষতিকর চিপ বা হার্ডওয়্যার বদলে দেওয়ার অভিযোগ সমর্থনের মতো কোনো প্রমাণ পাইনি।”
অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, “অ্যাপল কোনো সার্ভারে ক্ষতিকর চিপ, ‘হার্ডওয়্যারে হেরফের’ বা উদ্দেশ্য নিয়ে কোনো নিরাপত্তা ত্রুটি স্থাপনের কোনো তথ্য কখনও পায়নি।”
এই ক্ষতিকর চিপগুলো চাইনিজ পিপল’স লিবারেশন আর্মি-এর একটি ইউনিট স্থাপন করেছে বলে ব্লুমবার্গ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সুপারমাইক্রো-এর সাপ্লাই চেইনে অনুপ্রবেশ করেছে চীন। বাণিজ্যিক গোপন তথ্য ও সরকারি নেটওয়ার্কের মূল্যবান তথ্য লক্ষ্য করেই এই কাজ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এমনটাই ভাষ্য ব্লুমবার্গের।
নেদারল্যান্ডস-এ সুপারমারিকো’র ইউরোপীয় প্রধান কার্যালয়ের এক প্রতিনিধি বলেন, এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য দিতে প্রতিষ্ঠানটি সক্ষম নয়।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক