চ্যাটিং সেবা আনলো ট্রুকলার

বুধবার নিজস্ব ইনস্ট্যান্ট মেসেজিং সেবার প্ল্যাটফর্ম ‘ট্রুকলার চ্যাট’ এনেছে কনটাক্ট-এর পরিচয়-তথ্য খুঁজে দেওয়ার অ্যাপ ট্রুকলার। এই প্ল্যাটফর্মে ভুয়া লিঙ্ক ও ভুয়া সংবাদ নিয়ে অভিযোগ করার সুযোগও থাকছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2018, 01:10 PM
Updated : 4 Oct 2018, 01:10 PM

এই প্ল্যাটফর্মে এসমএস ও চ্যাটিং ফিচারের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে রূপান্তর করতে পারার সক্ষমতা রাখা হয়েছে। সেইসঙ্গে এটি সব ধরনের মিডিয়া সমর্থন করবে বলে উল্লেখ করা হয়েছে আইএএনস-এর প্রতিবেদনে।

এক বিবৃতিতে ট্রুকলার-এর পণ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট রিশিত ঝুনঝুনওয়ালা বলেন, “আমাদের ইনস্ট্যান্ট মেসেজিং সেবা ব্যবহারকারীদেরকে স্প্যামের বিষয়টি ঠেকানোর উদ্দেশ্যে সংযুক্ত হতে ও লড়াই সমন্বয় করতে সহায়তা করবে।”

প্ল্যাটফর্মে থাকা সন্দেহজনক লিঙ্কগুলো নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ করার সুযোগ দেবে ট্রুকলার। এর মাধ্যমে স্প্যাম ও মিথ্যা তথ্য ভাইরাল হয়ে যেসব সমস্যা সৃষ্টি হয় সেগুলো প্রতিরোধের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর জুলাইয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘কল রেকর্ডিং’ ফিচার আনে ট্রুকলার।