বিভ্রাটের মুখে ইনস্টাগ্রাম

বিশ্বব্যাপী বিভ্রাটের মুখে পড়েছে ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। তবে বুধবার কিছু ব্যবহারকারী আবার স্বাভাবিক সেবা ফিরে পেয়েছেন। নতুন প্রধান নিয়োগের পরপরই এমন বিপর্যয়ের মুখে পড়লো সেবাটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2018, 07:04 PM
Updated : 3 Oct 2018, 07:05 PM

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফেইসবুক অধীনস্থ এই সেবার মোবাইল অ্যাপ আর ওয়েবসাইট সাময়িকভাবে নিষ্ক্রিয় ছিল। তবে এই সেবা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে, ব্যবহারকারীরা তাদের ফিডে ছবি ও ভিডিও পোস্ট করতে পারছেন।

এর আগে এই অ্যাপ একটি বার্তায় দেখায় এটি ‘ফিড রিফ্রেশ করতে পারছে না’, আর ওয়েবসাইট ব্যবহারকারীরা লোড করতে পারছিলেন না। 

এই বিভ্রাট নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। ‘ইনস্টাগ্রামডাউন’ হ্যাশট্যাগ জুড়ে নানা বিদ্রুপও প্রকাশ করেন তারা।

বিভিন্ন অনলাইন সেবার বিভ্রাট নিয়ে তথ্য প্রকাশক সাইট ডাউনডিটেকটর-এর ম্যাপে দেখা যায়, উত্তর আমেরিকার কিছু অংশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর আর অন্যান্য দেশে সেবাটি সমস্যার মুখোমুখি হয়েছে।

এ নিয়ে তাৎক্ষণিকভাবে ইনস্টাগ্রাম বা এর মূল প্রতিষ্ঠান ফেইসবুকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও খবর-