মাইক্রোসফট সারফেইস ল্যাপটপের তথ্য ফাঁস

মঙ্গলবার হার্ডওয়্যার ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানে নতুন সারফেইস ল্যাপটপ ২ ও সারফেইস প্রো ৬ উন্মোচন করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 04:57 PM
Updated : 1 Oct 2018, 04:57 PM

উন্মোচনের একদিন আগেই নতুন এই ডিভাইসগুলোর কিছু তথ্য সামনে এসেছে। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, নতুন এই ডিভাইসগুলোতে রাখা আনা হতে পারে ইউএসবি-সি পোর্ট। ডিভাইসটি থেকে অন্যান্য পোর্ট বাদ দেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা হয়নি।

নতুন এই ডিভাইসগুলোতে মিনি ডিসপ্লেপোর্ট এবং সারফেইস কানেক্টরের কম্বো ব্যবহার করা হতে পারে। এমনটা হলে একই পোর্ট দিয়ে মনিটর ও চার্জার সংযুক্ত করা যাবে।

ভার্জের প্রতিবেদনে আরও বলা হয়, সারফেইস ল্যাপটপ ২-এর বেইস মডেলে থাকতে পারে আট গিগাবাইট র‍্যাম, ইনটেল কোর আই৫ প্রসেসর এবং ১২৮গিগাবাইট এসএসডি স্টোরেজ। আগের সারফেইস ল্যাপটপের বেইস মডেলে ছিল চার গিগাবাইট র‍্যাম।

অন্যদিকে সারফেইস প্রো ৬-এর বেইস মডেলে ইনটেল কোর এম৩ প্রসেসরের সঙ্গে চার গিগাবাইট র‍্যাম থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন ডিভাইসগুলোতে এবার কালো রঙও দেখা যেতে পারে। তবে, ডিভাইসগুলোর দামি মডেলেই শুধু এই রঙ থাকবে বলে ধারণা করা হচ্ছে।