দুই অপারেটিং সিস্টেমের ট্যাবলেট আনছে গুগল?
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2018 06:37 PM BdST Updated: 01 Oct 2018 06:37 PM BdST
-
ছবি- রয়টার্স
এক টিকেটে দুই সিনেমার বিষয়টি বেশ প্রচলিত। এবার হয়তো গুগলের পণ্যেও এমন কিছু দেখা যাবে। সামনেই নিজেদের এক ট্যাবলেটে দুই অপারেটিং সিস্টেম চালানোর ব্যবস্থা আনতে পারে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
গুগলের প্রথম ক্রোম অপারেটিং সিস্টেমভিত্তিক ট্যাবলেট ‘পিক্সেল স্লেইট’ এই অপারেটিং সিস্টেমের সঙ্গে উইন্ডোজ ১০ বুটিংও সমর্থন করতে পারে, এর ফলে এই ডিভাইসটিতে একসঙ্গে দুটি অপারেটিং সিস্টেম চলতে পারবে।
ক্রোম ওএস হচ্ছে গুগলের বানানো ‘লিনাক্স’ কার্নেলভিত্তিক একটি অপারেটিং সিস্টেম। এতে গুগল ক্রোম ব্রাউজারকেই প্রাথমিক ওয়েব অ্যাপ্লিকেশন সমর্থনের জন্য এর প্রধান ইউজার ইন্টারফেইস হিসেবে ব্যবহার করা হয়।
রোববার প্রযুক্তি সাইট উইন্ডোজ লেটেস্ট-এর প্রতিবেদনে বলা হয়, “প্রতিষ্ঠানটি আগামিতে ‘পিক্সেলবুক’-এ উইন্ডোজ ১০ চালানোর সুযোগ দিতে পারে। এর মানে হচ্ছে গুগল পিক্সেলবুক-এ শীঘ্রই মাইক্রোসফট উইন্ডোজ ১০ চালানো যাবে।”
গুগলের ‘অল্টওএস’ ‘প্রজেক্ট ক্যাম্পফায়ার’ নামেও পরিচিত। এটি ক্রোম ওএস-এর জন্য একটি ডুয়াল-বুট পরিবেশ তৈরি করার প্রকল্পের জন্য অভ্যন্তরীণ নামও হতে পারে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
‘পিক্সেল স্লেট’-কে ‘নকটার্নও’ ডাকা হয় আর এটি ‘উইন্ডোজ হার্ডওয়্যার সার্টিফিকেশন কিট (ডব্লিউএইচসিকে) ও ‘উইন্ডোজ হার্ডওয়্যার ল্যাব কিট’ সনদ পেয়ে থাকতে পারে। এর মাধ্যমে ডিভাইসটিতে দুই অপারেটিং সিস্টেম চলার পথ উন্মুক্ত হবে।
প্রযুক্তি সাইটটির প্রতিবেদনে বলা হয়, গুগল ‘গোপনে অল্টওএস-এর নাম ডুয়াল বুট’ করে দিয়েছে। এর মাধ্যমে এই প্রকল্প যে দুটি অপারেটিং সিস্টেমের ডুয়াল-বুটিং নিয়ে তা নিশ্চিতই বলা যায়।
-
বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে বাংলাদেশ
-
সারফেস ডুয়ো ২, উন্নত ক্যামেরা, ৫জি: সত্যি?
-
চেহারা স্ক্যান করায় ফেইসবুকের খেসারত ৬৫ কোটি ডলার
-
অ্যাপের ‘অনাচার’ বন্ধ করতে প্রযুক্তি বানাচ্ছে চীন
-
কয়েক বছরেই অ্যাপে বার্ষিক খরচ হবে ২৭ হাজার কোটি ডলার
-
কেন আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েডই বেশি পছন্দ গেটসের?
-
এ বছরই বৈদ্যুতিক গাড়ি বানানোর লক্ষ্য হুয়াওয়ের
-
মার্চেই চারটি ডিভাইস ‘আনছে’ ওয়ানপ্লাস?
সর্বাধিক পঠিত
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল লিভারপুল
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই