ইউটিউবে ফেইসবুক হ্যাকিংয়ের টিউটোরিয়াল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2018 04:55 PM BdST Updated: 30 Sep 2018 04:56 PM BdST
ফেইসবুক হ্যাকিংয়ের টিউটোরিয়াল দেখানো হচ্ছে গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে।
সম্প্রতি সামাজিক মাধ্যমটিতে হ্যাকিংয়ের ঘটনায় আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি গ্রাহক। এরই মধ্যে ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের পথ দেখাতে টিউটোরিয়াল পাওয়া হচ্ছে ইউটিউবে-- খবর আইএএনএস-এর।
শুক্রবার হ্যাকিংয়ের ঘটনাটি জানায় ফেইসবুক। এর কয়েক ঘন্টা পরেই ইউটিউবে ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের টিউটোরিয়াল আপলোড করা হয়। এতে হ্যাকিংয়ের যে পথ দেখানো হয়েছে একই ধরনের কৌশলে এবারের হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে বলে শনিবার প্রতিবেদন প্রকাশ করেছে টেলিগ্রাফ।
ইতোমধ্যেই কয়েক হাজার বার দেখা হয়েছে ইউটিউবের ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ভিডিও।
এবারের হ্যাকিংয়ের ঘটনায় হ্যাকাররা ‘অ্যাকসেস টোকেন’ বা ডিজিটা কি চুরি করেছে। অ্যাপে গ্রাহককে যাতে প্রতিবার পাসওয়ার্ড দিতে না হয় সে কারণে অ্যাকসেস টোকেনের মাধ্যমে অ্যাকাউন্ট ‘লগড ইন’ অবস্থায় রাখা হয়।
ফেইসবুকের সাইবার সিকিউরিটি পলিসি প্রধান ন্যাথানিল গ্লেইশার বলেন, “হামলার বিষয়গুলো বর্ণনাকারী ওই ভিডিওগুলোর বিষয়ে তিনি জানেন। গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে বিষয়টি খতিয়ে দেখছে তারা।”
অন্যদিকে গুগলের এক মুখপাত্র বলেন, চিহ্নিত উপাদানগুলো তারা সচেতনভাবে পর্যালোচনা করে এবং “ক্ষতির উদ্দেশ্যে” অ্যাকাউন্ট বা সাইট হ্যাকিংয়ের মতো অবৈধ কার্যক্রমে উদ্বুদ্ধ করে এমন ভিডিও সরিয়ে ফেলা হবে।
শুক্রবার ফেইসবুকের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন বলেন, নিরাপত্তা রক্ষায় আক্রান্ত পাঁচ কোটি অ্যাকাউন্টের প্রায় সবগুলোর অ্যাকসেস টোকেন বদলানো হয়েছে।
রোজেন আরও বলেন একই ধরনের হামলায় আরও চার কোটি গ্রাহকের অ্যাকাউন্ট আক্রান্ত হতে পারে।
-
সাগরতলের ইন্টারনেট কেবল চিহ্নিত করবে ভূমিকম্প
-
কানাডার ‘ফাইভ জি’ নেটওয়ার্কে নিষিদ্ধ চীনের হুয়াওয়ে-জেডটিই
-
বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার মাস্কের
-
গেইমিংয়ে নজর টিকটকের, পরীক্ষা চলছে ভিয়েতনামে
-
অতঃপর ‘জানা গেল’ কবে আসবে আইফোন ১৪
-
রাশিয়া থেকে কর্মীদের বের করে এনেছে গুগল
-
‘হাউড্রোজেন চালিত’ গাড়ি দেখালো ফরাসী ব্র্যান্ড রেনো
-
বাফেলোর হত্যাযজ্ঞে সামাজিক মাধ্যমের ভূমিকা তদন্তের নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)