নোকিয়া ৭ প্লাস-এ এলো অ্যান্ড্রয়েড পাই

নোকিয়া ৭ প্লাস স্মার্টফোনে অ্যান্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেম এনেছে নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন নির্মাতা ও বিক্রেতা ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2018, 06:56 PM
Updated : 29 Sept 2018, 06:56 PM

নোকিয়া ৭ প্লাস-ই এইচএমডি’র আনা প্রথম স্মার্টফোন যা অ্যান্ড্রয়েড পাই আপডেট পেলো-বলা হয় প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

নোকিয়া ৭ প্লাস হচ্ছে চারশ’ ডলার মূল্যের একটি বাজেট অ্যান্ড্রয়েড ফোন যা এশিয়া আর ভারতকে লক্ষ্য করে আনা হয়।

চলতি বছর অগাস্টে আসা নোকিয়া ৬.১ যুক্তরাষ্ট্রের বাজারে রয়েছে, এতে এই আপডেট আসবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তি সাইটটির তথ্যমতে, গুগলের পিক্সেল সিরিজের বাইরে নোকিয়া ৭ প্লাস-ই প্রথম স্মার্টফোন যাতে ডিজিটাল ওয়েলবিইং ফিচার আনা হচ্ছে। এই ফিচার ব্যবহারকারীকে একটি ড্যাশবোর্ডে তার স্মার্টফোন ব্যবহারের অভ্যাস ও অ্যাপ ব্যবহারের সময় নিয়ে তথ্য দেখায়।   

অ্যান্ড্রয়েডের নবম এই সংস্করণে স্মার্টফোন বা ট্যাবলেটে অ্যাপের ব্যবহার কতটুকু হচ্ছে তা শনাক্ত করার নতুন উপায় আনা হয়েছে। সেইসঙ্গে এই ব্যবহারের মাত্রা নিয়ে সীমাও নির্ধারণ করে দেওয়ার সুযোগ রয়েছে। দিনের কোনো একটি নির্ধারিত সময়ে স্ক্রিনের রঙ সরিয়ে দেওয়া যাবে এতে।

চলতি বছর অগাস্টে আনা এই সংস্করণে নোটিফিকেশন আগে চেয়ে আরও উন্নত করা হয়েছে আর ব্যাটারির চার্জ বেশিক্ষণ রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ।