‘চার তারকা’ স্টোর খুলবে অ্যামাজন

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নতুন স্টোর খুলতে যাচ্ছে অ্যামাজন। ওয়েবসাইটে বেশি রেটিং পাওয়া পণ্যগুলোই শুধু বিক্রি করা হবে ওই স্টোরে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2018, 04:09 PM
Updated : 28 Sept 2018, 04:09 PM

অনলাইনে চার বা তার চেয়ে বেশি তারকা রেটিং পাওয়া পণ্যগুলোই কেবল বিক্রি করা হবে এই স্টোরে। এর মধ্যে থাকবে খেলনা, ঘরবাড়ির পণ্যসহ অন্যান্য জিনিস পত্র-- খবর বিবিসি’র।

অ্যামাজন প্রাইম সেবার আওতায় থাকা গ্রাহকরা কম দামে পণ্য কিনতে পারবেন এই স্টোরে।

সাম্প্রতিক সময়ে ইট পাথরের দোকানের দিকে নজর দিয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই স্টোরগুলো।

বর্তমানে ১৭টি বইয়ের দোকান রয়েছে প্রতিষ্ঠানটির। এ ছাড়া ক্যাশিয়ার ছাড়া স্বয়ংক্রিয় স্টোর নিয়েও পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

এবার নতুন চার তারকা স্টোরে অন্যান্য পণ্যের সঙ্গে বই, গেইম, রান্না ঘরের জিনিসপত্র এবং অ্যামাজনের নিজস্ব ইকো স্পিকার ও কিন্ডল ই-রিডার বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

নতুন এই স্টোরে অনলাইনে জনপ্রিয় ও ‘ট্রেন্ডিং’ পণ্যগুলোর জন্য আলাদা ব্লক সেকশন থাকবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।