নতুন রঙে আসছে গ্যালাক্সি নোট ৯

নতুন দুইটি রঙে গ্যালাক্সি নোট ৯ বাজারে আসছে স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2018, 02:30 PM
Updated : 28 Sept 2018, 02:32 PM

এক মাস আগেই বাজারে আসে প্রতিষ্ঠানটির নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি নোট ৯। এবার সিলভার ও কালো রঙে ডিভাইসটি বাজারে আনবে স্যামসাং-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

উন্মোচনের পর থেকে এযাবত নীল ও ল্যাভেন্ডার রঙে যুক্তরাষ্ট্রের বাজারে ছিল ডিভাইসটি। এবার দেশটিতে নোট ৯ এর আরও দুইটি রঙ যোগ করতে যাচ্ছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের আগে কিছু সংখ্যক দেশের বাজারে ছিল কালো রঙের গ্যালাক্সি নোট ৯।

অন্যান্য দেশের পাশাপাশি ৫ অক্টোবরই যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ‘ক্লাউড সিলভার’ রঙে আনা হবে নোট ৯। কালো রঙের সংস্করণটি অক্টোবরের ১২ তারিখ বাজারে আসার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের আগেই ডিভাইসটি কিনতে পারবেন যুক্তরাষ্ট্রের গ্রাহকরা।

নতুন রঙ যোগ হলেও ডিভাইসের বাজার মূল্যে কোনো পরিবর্তন আসছে না। ১২৮ গিগাবাইট মডেলের বাজার মূল্য রাখা হচ্ছে ১০০০ মার্কিন ডলার। আর ৫১২ গিগাবাইট মডেলের দাম ১২৫০ ডলার।